ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের সর্বোচ্চ ছক্কার মালিক মরগান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ইংলিশদের সর্বোচ্চ ছক্কার মালিক মরগান

ঢাকা: হেডেংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ খেলায় ৯২ রানের ম্যাচ জয়ী অসাধারণ একটি ইনিংস খেলেছিলেন ইয়ন মরগান। আর সেই ম্যাচে ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন তিনি।

দুটি ছক্কা হাকিয়ে ১১৮ ইনিংসে ৯৪ টি ওভার বাউন্ডারির মালিক হন এ ইংলিশ অধিনায়ক। এর আগে ৯২টি ছক্কা নিয়ে সবার ওপরে ছিলেন দলটির সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ।

এদিকে মরগানের ওয়ানডে ক্যারিয়ারে সর্বোমোট ১১২টি ছক্কা জমা হয়েছে। কারণ এর আগে আয়ারল্যান্ডে খেলাকালীন ২৩ ইনিংসে ১৮টি ছক্কা মেরেছিলেন তিনি।

ওয়নডেতে সর্বোচ্চ ছক্কার মালিক অবশ্য পাকিস্তানের শহীদ আফ্রিদি। তিনি ৩৬৪ ইনিংসে রেকর্ড ৩৪৯টি ছক্কা মেরেছিলেন। তার পরেই আছেন শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক সনথ জয়সুরিয়া (২৬৮)। আর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৯টি ছক্কা মেরেছেন তামিম ইকবাল।

এদিকে হেডেংলির ম্যাচে মরগান ইংলিশদের হয়ে আরো একটি রেকর্ড গড়েছেন। অজিদের বিপক্ষে ওয়ানডেতে ইংলিশ ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের মালিকও হয়েছেন তিনি। অজিদের বিপক্ষে তার বর্তমান রান সংখ্যা ১৪১৭। এর আগের রেকর্ডটি ছিল সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান গ্রাহাম গুচের (১৩৯৫)।

আজ (১২ সেপ্টেম্বর) ওল্ড ট্রাফোডে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সিরিজে ২-২ ব্যবধানে সমতায় আছে দু’দল।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।