ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অ্যাশেজ হারের বদলা অজিদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
অ্যাশেজ হারের বদলা অজিদের ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও হেরেছিল অস্ট্রেলিয়া। তবে, ওয়ানডে সিরিজটি নিজেদের করে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অজিরা।

৩-২ এ সিরিজ জিততে অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়েছে ইংল্যান্ডকে।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জয় তুলে নেয় অজিরা। তবে, পরের দুটি ম্যাচে ইংলিশরা জয় পেলে পঞ্চম ম্যাচের আগে ২-২ এ সমতা বিরাজ করে। ফলে, শেষ ওয়ানডেটি ফাইনালের মঞ্চ হিসেবে উপস্থিত হয় দুই দলের সামনে। আর তাতে ইংলিশদের হারায় অজিরা।

ওল্ডট্রাফোর্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি ইয়ন মরগান। মাত্র ৩৩ ওভারেই অলআউট হয় স্বাগতিকরা। মাথায় আঘাত পেয়ে মাঠের বাইরে যাওয়া মরগান আর ব্যাট হাতে নামতে পারেননি। অজি বোলার মিচেল মার্শ আর জন হাস্টিংসের বোলিং তোপে পড়ে ইংলিশরা ১৩৮ রানেই গুটিয়ে যায়।

জবাবে মাত্র ২৪.২ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ রান আসে বেন স্টোকসের ব্যাট থেকে। ৫১ বলে ৪২ রান করেন তিনি। এছাড়া ৪৫ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন আট নম্বরে নামা আদিল রশিদ।

জেমস টেইলর ১২, বেয়ারস্টো ১০ আর মার্ক উড ১৩ রান করেন। আর কোনো ইংলিশ ব্যাটসম্যানের ব্যাট থেকে দুই অঙ্কের রান আসেনি।

৬ ওভারে ২৭ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন মার্শ। এছাড়া ১০ ওভারে মাত্র ২১ রান খরচায় ৩ উইকেট দখল করেন হাস্টিংস।

১৩৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে অজিরা শুরুতে বিপদে পড়ে। দলীয় ২ রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার জো বার্নস। দলীয় ৩১ রানে অজি দলপতি স্টিভেন স্মিথ (১২ রান) ফেরেন।

এরপর আর কোনো উইকেট খোয়াতে হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের। ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বড় জয় পাইয়ে দেন অ্যারন ফিঞ্চ আর জর্জ বেইলি। ফিঞ্চ ৬৪ বলে ১১টি চার আর একটি ছক্কায় করেন অপরাজিত ৭০ রান। আর বেইলি ৪৫ বলে ৭টি চারে ৪১ রান করে অপরাজিত থাকেন।

১৫৪ বল হাতে রেখেই জয় পায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।