ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ হলো আম্পায়ার্স কর্মশালা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
শেষ হলো আম্পায়ার্স কর্মশালা ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় দু’দিনব্যাপী আইসিসি আম্পায়ার্স কর্মশালা রোববার (১৩ সেপ্টেম্বর) শেষ হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়ান অঞ্চলের ১৫ জন আম্পায়ারকে নিয়ে আম্পায়ার্স কমিটির অধীনে কর্মশালাটি আয়োজন করে বিসিবি।



১২ ও ১৩ সেপ্টেম্বর এ দু’দিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ কর্মশালা। এতে অংশ নেন বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার আম্পায়াররা।

কর্মশালায় নতুন প্রবর্তিত আইসিসি’র নিয়ম সম্পর্কে আম্পায়ারদের অবহিত করা হয়। কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারদের মান ও সংখ্যা বাড়ানো যায় এ ব্যাপারে আলোচনা হয়। এছাড়া প্রজেক্টরের সাহায্যে আম্পায়ারিংয়ের টেকনিক্যাল পার্টগুলো নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয় কর্মশালায়।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।