ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজিদের বিপক্ষে আমরা প্রস্তুত: মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
অজিদের বিপক্ষে আমরা প্রস্তুত: মুশফিক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ সফরের জন্য ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার টেস্ট দল। ১৫ সদস্যের স্কোয়াডে তরুণ ক্রিকেটারদের অাধিক্যই বেশি।

দলে আছেন নতুন দুই ক্রিকেটার (পেসার অ্যান্ড্রিউ ফেকেতি ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফ্ট)। মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন, ব্র্যাড হাডিন, রায়ান হ্যারিস, ক্রিস রজার্সের অবসরের পর ডেভিড ওয়ার্নারের চোট আর মিচেল জনসন ও হ্যাজেলউডকে বিশ্রাম দেওয়ায় নতুন চেহারার দল নিয়ে বাংলাদেশ আসছে অজিরা।

অস্ট্রেলিয়া দল ও আসন্ন সিরিজ নিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মিরপুরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। সাংবাদিকদের সঙ্গে মুশফিকের কথোপকথনের কিছু অংশ প্রশ্নোত্তর আকারে বাংলানিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো:

প্রশ্ন: অস্ট্রেলিয়া দল হয়তো  দেখেছেন। কেমন মনে হলো?

মুশফিক: এটা প্রত্যাশিতই ছিল। কারণ হ্যাজেলউড ও জনসন তো আগেই বিশ্রামে ছিল। আমরা যাদের নিয়ে ধারণা করেছিলাম মোটামুটি তারাই আসছে। দুইজন নতুন ক্রিকেটার আছে। তাদের সম্পর্কে এখনো ওইরকম ধারণা নেই। এখনো অনেক সময় আছে আমাদের। আশা করছি এই সময়ে সব পুষিয়ে নিতে পারবো। যদিও তারা একটা তরুণ দল, কিন্তু দলটা অস্ট্রেলিয়া। এটা ভুলে গেলে চলবে না। তবে ভালো একটা সিরিজের জন্য আমরাও প্রস্তুত হচ্ছি।

প্রশ্ন: অস্ট্রেলিয়া দলের বিশেষ কারও প্রসঙ্গে....?

মুশফিক: স্মিথ তো অবশ্যই তাদের প্রধান খেলোয়াড়। আর ম্যাক্সওয়েল দলে ফিরেছে। সে (ম্যাক্সওয়েল) শেষ টেস্ট খেলেছে সংযুক্ত আরব আমিরাতে। তার জন্য এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে। চেষ্টা করব তাকে যত বেশি চাপে রাখা যায় এবং দ্রুত আউট করা যায়।
 
প্রশ্ন: অস্ট্রেলিয়ার তারুণ্যনির্ভর দল গড়া নিয়ে কি বলবেন?

মুশফিক: তরুণ দল সফরে আসলে আমাদের সাথে হারবে-বিষয়টি তেমন নয়। দক্ষিণ আফ্রিকা কিন্তু সেরা খেলোয়াড়দের নিয়ে এসেছিল। তারপরও হেরেছে। এরপর ভারতের পুরো শক্তি এসেছিল। তবুও হেরেছে। প্রধান বিষয় হচ্ছে, আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছিলাম এবং ধারাবাহিকভাবে পারফরম্যান্স করেছিলাম বলেই জয়গুলো এসেছিল।

আমরা শেষ ছয়-সাত মাস যেটা করেছি সেদিকেই যেন ফোকাসটা ধরে রাখি। ভালো খেলেও যদি ফল না আসে সেটা ভিন্ন কথা। আমাদের লক্ষ্য থাকবে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলা। অস্ট্রেলিয়াকে হারানোর চেয়ে বড় সুযোগ আর নেই। আমরা অবশ্যই চেষ্টা করব দুটি টেস্ট ম্যাচে আমাদের শতভাগ বা তার চেয়ে বেশি দেওয়ার।
 
প্রশ্ন: অস্ট্রেলিয়া সবসময়ই উপমহাদেশে এসে ভুগেছে। আপনার কি কোনো পরামর্শ থাকবে টার্নিং উইকেট বানানোর?

মুশফিক: পরিকল্পনা তো একটা আছেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেটা বলতে চাই না। উইকেট থেকে সাহায্য নিয়ে ভালো ক্রিকেট খেলতে পারলে আমরা এতোদিনে আরও ওপরে যেতে পারতাম। আমাদের ভালো খেলতে হবে। ধারাবাহিকভাবে ভালো করতে হবে। টার্নিং উইকেট হলে ওদেরও সেরকম বোলার আছে, এটাও মাথায় রাখতে হবে। তবে, আমরা এমন একটা উইকেট বানাতে পারি যেখানে ৪০০ এর মতো রান হবে আবার ২০ উইকেটও নিতে পারব।

প্রশ্ন: অস্ট্রেলিয়ার বিপক্ষে কী আক্রমণাত্মক ক্রিকেট দেখতে পাব?

মুশফিক: এটা আসলে সময়ই বলে দেবে। তবে ভালো খেলার জন্য এবং পাঁচটা দিন এগিয়ে থাকার জন্য যা যা করা দরকার তা তো অবশ্যই করতে হবে।

প্রশ্ন: শেষের দিকের ব্যাটসম্যানরা গত কয়েক দিনে অনেক বেশি ব্যাটিং অনুশীলন করেছেন। এটা কি বাড়তি সুবিধা দেবে?

মুশফিক: এটাও সময়ই বলে দেবে। অন্তত তারা তো একটা কাজ শুরু করেছে।

অস্ট্রেলিয়া সিরিজে যদি এর প্রভাব নাও দেখা যায়, যেন ভবিষ্যতে দেখতে পাই। টেস্টে আপনি যত ভালো বোলার হন না কেন ব্যাটসম্যানদের দায়িত্ব নিতেই হবে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।