ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শিরোপা ঘরে তুললো পেশোয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
শিরোপা ঘরে তুললো পেশোয়ার ছবি: সংগৃহীত

ঢাকা: ইফতেখার আহমেদ ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে করাচি রিজিওন ব্লুজকে সাত উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি শিরোপা ঘরে তুললো পেশোয়ার রিজিওন। পাকিস্তানের ঘরোয়া এই টি-২০ কাপে ফাইনাল সহ সাত ম্যাচে পরে ব্যাটিং করে জয় পেল পেশোয়ার।

আর পঞ্চমবারের মত টি-২০ কাপের ফাইনালে হারের মুখ দেখলো করাচি।

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে করাচির করা ১৭৭ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে সাত বল বাকি থাকতেই জয় (১৭৮ রান) তুলে নেয় পেশোয়ার।

বড় টার্গেটে খেলতে নেমে দারুণ ব্যাট করতে থাকে পেশোয়ার। তবে ৪৮ রানে দলটি প্রথম উইকেট হারালেও পরবর্তী ২০ রানে আরো দুটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে ইফতেখার ও রিজওয়ান ১১০ রান করে শিরোপা নিশ্চিত করেন। ইফতেখার ৪০ বলে চারটি ছক্কা ও দুটি চারে ৫৭ রানে অপরাজিত থাকেন। আর ৩৪ বলে একটি ছক্কা ও আটটি চারে রিজওয়ান ৫৮ রানে অপরাজিত থাকেন।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৭৭ রান করে করাচি। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত থাকেন সরফরাজ আহমেদ। এছাড়া ৪১ রান আসে খুররাম মানজুরের ব্যাট থেকে। পেশোয়ারার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান ইমরান খান।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।