ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের পর্দা উঠছে ২২ নভেম্বর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
বিপিএলের পর্দা উঠছে ২২ নভেম্বর ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের উদ্বোধন হবে আগামী ২২ নভেম্বর ২০১৫। ছয়টি দলের অংশগ্রহণে এবার শুরু হচ্ছে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টির এই আসর।

আর এবারের আসরে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর। খেলাটি দিবা-রাত্রির ম্যাচ হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের গভর্নিং কাউন্সিলের মিটিং শেষে সাংবাদিকদের এসব ব্যাপারে জানান, গভর্নি কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।   এছাড়া এ সময় গভর্নি কাউন্সিলের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এবারের আসরে নতুন ও পুরোনো মিলে ছয়টি দল খেলবে। ঢাকা গ্লাডিয়েটর্সের মালিকানা পেয়েছে বেক্সিমকো গ্রুপ, বরিশাল বার্নার্সের মালিকানায় এক্সিওম গ্রুপ, চট্টগ্রাম কিংসের মালিকানায় থাকছে ডিবিএল গ্রুপ, সিলেট রয়েলসের মালিকানায় আলিফ গ্রপ, রংপুর রাইডার্স মালিকানায় আই স্পোর্টস ও কুমিল্লা লিজেন্ডসের মালিকানায় রয়েল স্পোর্টস।

এবারের আসরে টাইটেল স্পন্সরের দায়িত্ব পেয়েছে বিআরবি কেবলস। আগের আসরে টাইটেল স্পন্সরের দায়িত্বে ছিল প্রাইম ব্যাংক।

তৃতীয় আসরে আপাতত তিনটি ভেন্যু ঠিক করা হয়েছে। এগুলো হলো ঢাকা, চট্টগ্রাম ও খুলনা। এছাড়া আরো ভেন্যু বাড়তে পারে বলে জানিয়েছে বিপিএল গভর্নি কাউন্সিল।

এদিকে এবারের আসরে পাকিস্তানি ক্রিকেটারদের খেলার ব্যাপারে আশাবাদী বিপিএল কমিটি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, তাদের সঙ্গে আগের সব পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা আশাবাদী তারা এবারের আসরে খেলবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।