ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনির ব্যাটে হিরোসের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
ধোনির ব্যাটে হিরোসের জয়

ঢাকা: আহত ব্রিটিশ সৈনিকদের সাহায্য করতে একটি চ্যারিটি ম্যাচে অংশ নিয়েছিলেন বর্তমান ক্রিকেট বিশ্বের তারকা ক্রিকেটাররা। তাদের সঙ্গে ছিলেন ক্রিকেটের জীবন্ত কিংবদন্তিরা।

বিশ্ব একাদশের বিপক্ষে এ ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে শেওয়াগ, ধোনি, গিবসদের ‘হেল্প ফর হিরোস’ একাদশ।

ব্যাটে হাতে দলকে জেতান ভারতের তারকা মহেন্দ্র সিং ধোনি। ওভালে দলকে জিতিয়ে ম্যাচের সেরা পুরস্কারও জিতে নেন ধোনি।

বৃহস্পতিবার ওভালে ২২ হাজার দর্শকের উপস্থিতিতে আয়োজিত চ্যারিটি ম্যাচটিতে আগে ব্যাট করে বিশ্ব একাদশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বিশ্ব একাদশ ১৫৮ রান সংগ্রহ করে। জবাবে ৩ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যান্ড্রু স্ট্রাউসের নেতৃত্বে নামা হেল্প ফর হিরোস।

বিশ্ব একাদশের হয়ে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামেন অজি সাবেক ব্যাটিং গ্রেট ম্যাথু হেইডেন এবং দক্ষিণ আফ্রিকার সাবেক দলপতি গ্রায়েম স্মিথ। হেইডেন ৩৩ বল মোকাবেলা করে ৩টি চার আর একটি ছক্কায় করেন ৩৪ রান। স্মিথ ৮ রান করে বিদায় নেন।

তিন নম্বরে নামা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা খেলেন ১৫ রানের ইনিংস। শ্রীলঙ্কান মাহেলা জয়াবর্ধনে করেন ইনিংস সর্বোচ্চ ৪৮ রান। লঙ্কান এ গ্রেট ব্যাটসম্যান ২৮ বল মোকাবেলা করে ৫টি চারের সাথে একটি ছক্কা হাঁকান।

কিউই দলপতি ব্রেন্ডন ম্যাককালামের ব্যাট থেকে আসে ১০ রান। স্কট স্টাইরিস ৪ রানে অপরাজিত থাকেন।

হিরোসের হয়ে ড্যারেন গফ আর আজহার মাহমুদ দুটি করে উইকেট তুলে নেন। বাকি উইকেটটি নেন গ্রায়েম সোয়ান।

১৫৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে হিরোসের ওপেনার ও দলপতি স্ট্রাউস করেন ২৬ রান। তার ১৭ বলের ইনিংসে ছিল ৪টি চার। আরেক ওপেনার বিরেন্দর শেওয়াগ খেলেন ৩০ রানের ইনিংস। ভারতীয় এ ব্যাটিং তারকা ২৫ বলের মোকাবেলায় ৪টি চার মারেন।

তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন প্রোটিয়াদের সাবেক তারকা ব্যাটসম্যান হার্শেল গিবস। ব্যক্তিগত ৮ রান করে বিদায় নেন গিবস। ডেমিয়েন মার্টিন করেন ৬ রান।

পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ধোনি ৩৮ রান করে অপরাজিত থাকেন। দলকে জেতাতে মাত্র ২২ বল খেলে ভারতীয় অধিনায়ক ৪টি চারের সাথে একটি ছক্কা হাঁকান।

১৯.৩ ওভার ব্যাট করে জয়ের বন্দরে পৌঁছে যায় হিরোস।

বিশ্ব একাদশের হয়ে টিম সাউদি ৪ ওভারে ৫০ রান দিয়ে কোনো উইকেট পাননি। শাপুর জাদরান ৪ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। আব্দুল রাজ্জাক একটি, ভেট্টোরি তিনটি আর স্কট স্টাইরিস দুটি উইকেট তুলে নেন।

হিরোস একাদশঃ অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), হার্শেল গিবস, বিরেন্দর শেওয়াগ, মহেন্দ্র সিং ধোনি, ডেমিয়েন মার্টিন, লেফটেন্যান্ট কমান্ডার জনাথন লোক, কর্পোরাল জেক, শহিদ আফ্রিদি, গ্রায়েম সোয়ান, সাইমন জোনস, ম্যাথু হগার্ড, ড্যারেন গফ।

ম্যানেজমেন্ট: ডেভিড গাওয়ার এবং মাইকেল হোল্ডিং।

বিশ্ব একাদশঃ ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ম্যাথু হেইডেন, গ্রায়েম স্মিথ, মাহেলা জয়াবর্ধনে, মেজর স্ট্রম, ব্রায়ান লারা, আব্দুল রাজ্জাক, স্কট স্টাইরিস, ভেট্টোরি, টিম সাউদি, শাপুর জাদরান।

ম্যানেজমেন্ট: গ্যারি কার্স্টেন; ম্যানেজার: সুনীল গাভাস্কার।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।