ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজশাহীর টার্গেট ৩৭০

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
রাজশাহীর টার্গেট ৩৭০ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় লিগে প্রথম রাউন্ডের ম্যাচে রাজশাহীকে প্রথম ইনিংসে মাত্র ৯৩ রানে অলআউট করেও তাদের বড় টার্গেট দিতে পারেনি বরিশাল বিভাগ। প্রথম ইনিংসে ২০৯ রানের লিড নেওয়া বরিশাল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৬০ রানে গুটিয়ে যায়।

ফলে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৩৭০ রান করতে হবে রাজশাহীকে।

দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ২৫ রান তুলেছে রাজশাহী। নাজমুল হোসেন ১৬ ও জহরুল ইসলাম ৯ রানে অপরাজিত আছেন। জিততে হলে আরও ৩৪৫ রান করতে হবে রাজশাহীকে। হাতে রয়েছে ১০ উইকেট ও পুরো দু’দিন।
 
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম ইনিংসে বরিশালের করা ৩০২ রানের জবাবে ৯৩ রানে গুটিয়ে যায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দল। আগের দিনের দুই উইকেটে ১৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বরিশাল। পেসার তৌহিদুল ইসলামের বিধ্বংসী বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় হোম ভেন্যুর দলটি। সর্বোচ্চ ৩২ রান করেন মুশফিক। তৌহিদুল একাই নেন ছয় উইকেট। গোলাম কবির তিনটি ও সোহাগ গাজী নেন একটি উইকেট।
 
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বরিশাল। ইনিংস থামে ১৬০ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মোসাদ্দেক হোসেন সৈকত। সাঞ্জামুল ইসলাম চারটি, ফরহাদ রেজা ও ফরহাদ হোসেন নেন তিনটি করে উইকেট।
 
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।