ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠেই মারামারি, আজীবন নিষিদ্ধ ক্রিকেটার (ভিডিওসহ)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
মাঠেই মারামারি, আজীবন নিষিদ্ধ ক্রিকেটার (ভিডিওসহ) ছবি : সংগৃহীত

ঢাকা: ভদ্রলোকের খেলা ক্রিকেটে এবার ঘটে গেলো অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। আর এ ঘটনার জন্ম দিলেন বারমুডার শীর্ষ পর্যায়ের ক্রিকেটার জ্যাসন অ্যান্ডারসন।

যার কারণে তাকে ক্রিকেট সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

ক্রিকেট মাঠে স্লেজিং কিংবা হাতাহাতির ঘটনা নতুন নয়। তবে, সেগুলো সীমার ভেতরেই থাকে। অ্যান্ডারসনের মারামারির ঘটনাটি সীমার বাইরে যাওয়ায় তাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

চ্যাম্পিয়ন্স অব চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টের একটি ম্যাচে বারমুডার ওপেনিং ব্যাটসম্যান এবং উইকেটরক্ষক ৩৬ বছর বয়সী অ্যান্ডারসন খেলা চলাকালীন প্রতিপক্ষের ব্যাটসম্যান জর্জ ও’ব্রাইনের সঙ্গে প্রথমে কথার লড়াই চালান। এরপর সরাসরি ও’ব্রাইনকে আঘাত করেন। তাতে প্রথমত ও’ব্রাইন পাল্টা আক্রমণ না করলেও পরে রাগ ধরে রাখতে না পেরে নিজের ব্যাট চালান অ্যান্ডারসনকে লক্ষ্য করে।

এ সময় মাঠের দায়িত্বে থাকা আম্পায়ার এবং মাঠ কর্তৃপক্ষ তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তাতেও থামেননি অ্যান্ডারসন। উল্টো ও’ব্রাইনের দিকে তেড়ে গিয়ে মাঠেই ধস্তাধস্তি শুরু করে দেন।

এ ঘটনার জন্য বারমুডার ক্লিভেল্যান্ড কাউন্টি ক্রিকেট ক্লাবের ক্রিকেটার অ্যান্ডারসনকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ক্লাব কতৃপক্ষ। একই সাথে জাতীয় দলের এই ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধ করেছে বারমুডা ক্রিকেট বোর্ডও।

এক বিবৃতিতে বোর্ড থেকে জানানো হয়, অ্যান্ডারসন কোড অব কন্ডাক্টের লেভেল ৪ এর ২.৪.২ নিয়ম ভঙ্গ করেছেন। প্রতিপক্ষের ক্রিকেটারকে শারীরিক ভাবে আঘাত করেছেন তিনি। ফলে, ক্রিকেট থেকে তাকে আজীবন নিষিদ্ধ করা হলো। অ্যান্ডারসন বারমুডার কোনো ধরনের ক্রিকেট সংশ্লিষ্ট কাজে অংশ নিতে পারবেন না।

ব্যাট দিয়ে আঘাত করার চেষ্টা করা ও’ব্রাইনকে পরের মৌসুমে নিষিদ্ধ করা হয়েছে বলেও জানায় বোর্ড। তিনি ক্রিকেটের কোড অব কন্ডাক্টের লেভেল তিন অমান্য করেছেন।

ঘটনাটির ভিডিও:


বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।