ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের সীমিত ওভারের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
ভারতের সীমিত ওভারের দল ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম তিনটি ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তিন ম্যাচের টি-২০ সিরিজে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ স্পিনার হরভজন সিং।

প্রোটিয়াদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচে খেলবে ভারত।

এদিকে প্রথমবারের মতো টি-২০তে সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার শ্রীনাথ আরবিন্দ। আর ওয়ানডেতে প্রথমবারের মতো ডাক পেলেন অলরাউন্ডার গুরকিরাত মান। তারা দু’জনই বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলছেন।

এছাড়া ওয়ানডে ও টি-২০ সিরিজের কোনটিতেই সুযোগ পাননি অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। করন শর্মার পরিবর্তে দলে ঢুকেছেন স্পিনার অমিত মিশ্র।

টি-টোয়েন্টি দল: মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, আজিঙ্কা রাহানে, আম্বাতি রাইডু, স্টুয়ার্ট বিনি, রবিচন্দ্রন অশ্বিন, আক্সার প্যাটেল, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা, অমিত মিশ্র ও এস আরবিন্দ।

প্রথম তিনটি ওয়ানডের দল: মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, আজিঙ্কা রাহানে, স্টুয়ার্ট বিনি, রবিচন্দ্রন অশ্বিন, আক্সার প্যাটেল, গুরকিরাত সিং মান, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা ও উমেশ যাদব।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।