ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে চার ভেন্যুতেই পরিত্যক্ত তৃতীয় দিনের খেলা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
বৃষ্টিতে চার ভেন্যুতেই পরিত্যক্ত তৃতীয় দিনের খেলা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগে বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে তৃতীয় দিনের খেলা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা দেড়টার পর থেকে চার ভেন্যুতেই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

আবহাওয়া অনুকূলে থাকলে সোমবার সকাল ৯টায় চতুর্থ ও শেষ দিনে মাঠে নামবে দলগুলো।
 
ঢাকা বিভাগের ১৮৭ রানের জবাবে খুলনা বিভাগের সংগ্রহ ৪ উইকেটে ১৬৮ রান। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৯ রানের লিডে ভালো অবস্থানে রয়েছে সাকিব-মুস্তাফিজ-রাজ্জাকদের খুলনা বিভাগ।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুরের সংগ্রহ পাঁচ উইকেটে ২৬৬ রান। এর আগে প্রথম ইনিংসে ২৩৮ রানে গুটিয়ে যায় ঢাকা মেট্রো। ফলে ২৮ রানের লিড পেয়েছে রংপুর বিভাগ।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিলেট বিভাগের প্রথম ইনিংস শেষ হয়নি। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৮ উইকেটে ৩৫২ রান করেছে অলক কাপালীর দল।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশালের ৩০২ রানের জবাবে প্রথম ইনিংসে ৯৩ রানে অলআউট হয় রাজশাহী। দ্বিতীয় ইনিংসে ১৬০ রানে গুটিয়ে যাওয়া ফজলে মাহমুদের দল রাজশাহীকে ৩৭০ রানের লক্ষ্য দেয়। দ্বিতীয় ইনিংসে রাজশাহীর সংগ্রহ বিনা উইকেটে ২৫ রান। জিততে হলে চতুর্থ ও শেষ দিনে আরও ৩৪৫ রান করতে হবে মুশফিকের দলকে। বরিশালের চাই ১০ উইকেট।

শেষ দিনে নাটকীয় কিছু না হলে জাতীয় লিগের প্রথম রাউন্ডে রাজশাহী-বরিশাল ম্যাচ বাদে বাকী তিনটি ম্যাচেই ড্র হওয়ার সম্ভাবনাই বেশি!

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসকে/অারএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।