ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। কো-স্পন্সর হিসেবে সিরিজের সঙ্গে যুক্ত হয়েছে ওয়ালটনেরই অঙ্গ-প্রতিষ্ঠান মার্সেল।



তাই এই সিরিজের নাম হচ্ছে, ‘ওয়ালটন টেস্ট ক্রিকেট সিরিজ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া পাওয়ার্ড বাই মার্সেল’।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসন্ন হোম সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১১ সালে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টাইটেল স্পন্সর হয়েছিল ওয়ালটন। চার বছর পর বাংলাদেশের কোনো সিরিজে টাইটেল স্পন্সর হলো প্রতিষ্ঠাটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি’র মিডিয়া অ্যান্ড কমিনিউকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার রাবিদ ইমাম, ওয়ালটন গ্রুপের পলিসি ও এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, এক্সিওম টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর রেজোয়ান বিন ফারুক, ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ও মার্সেল’র ম্যানেজিং ডিরেক্টর মতিউর রহমান।

প্রসঙ্গত, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর স্টিভেন স্মিথের নেতৃত্বে ঢাকায় আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপর মিরপুরে টানা চার দিন অনুশীলন শেষে ৩ অক্টোবর থেকে বিসিবি একাদশের বিপক্ষে ফতুল্লায় একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা।

এরপর শুরু হবে  টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে।  

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।