ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইসলামাবাদের দলটি আমারই হবে: শোয়েব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
ইসলামাবাদের দলটি আমারই হবে: শোয়েব ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদের দল কেনার কথা নিশ্চিত করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটির পর্দা উঠবে।



আসন্ন টুর্নামেন্টে নিজের কেনা দলে রাওয়ালপিন্ডি এবং ইমলামাবাদের ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করবেন বলে জানান ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার।

সংবাদমাধ্যমে শোয়েব বলেন, ইসলামাবাদের ফ্র্যাঞ্চাইজি কিনতে পারব বলে আমি আশাবাদী। একরকম নিশ্চিত করে বলতে চাই, ইসলামাবাদের দলটি আমারই হচ্ছে। দলটি নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। সময় হলেই আমার পরিকল্পনাগুলোর বাস্তবায়ন দেখতে পারবেন। এই দলের সকল সদস্য অর্থনৈতিক দিক দিয়ে বেশ ভালো আয় করতে পারবেন বলে আমার বিশ্বাস।

শোয়েব আখতার আরও যোগ করে বলেন, অনেকেই ইসলামাবাদ দলটি কিনে নিতে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু আমি আত্মবিশ্বাসী দলটি আমার হবে। কারণ, এ দলটি নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। দেশের ক্রিকেটারদের উৎসাহিত করার মধ্য দিয়ে আমার মতো আরো অনেক শোয়েব আখতার তৈরি করতে চাই। যারা কিনা ঘণ্টায় একশ মাইল বেগে বোলিং করতে পারবে। আমি ও আমার ব্যবসায়িক পার্টনার মিলে সামনে এগোচ্ছি।

গত ২১ আগস্ট পিএসএল প্রধান নাজাম শেঠির সঙ্গে দেখা করেন শোয়েব আখতার। এরপরই মিডিয়ার কাছে তিনি এ ইচ্ছার কথা তুলে ধরেন, ‘সবার মতো আমিও পিএসএল নিয়ে উচ্ছ্বসিত। এই টুর্নামেন্টটি জাতিকে উপহার দেওয়ার শামিল। এটি শুধুই পিসিবি’র ব্র্যান্ড নয়, এটা পাকিস্তানের ব্র্যান্ড। ’

সাবেক ‘গতিদানব’ উল্লেখ করেন, ‘পিসিবি’র অধীনে চাকরি না করেও পাকিস্তান ক্রিকেটের পাশে থাকা সম্ভব। এ প্ল্যাটফর্মে একটা দল কেনার মধ্য দিয়ে প্রতিভাবান ক্রিকেটারদের দলে আনতে প্রস্তাব দিতে পারব। দেশে বহু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। তাদের সঠিক তত্ত্বাবধান করা একান্তই জরুরি। এর জন্য পিএসএল একটি ভালো উদ্যোগ।

তবে, জানা যায়, আগামী বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য স্পন্সর পাচ্ছে না পিসিবি। এছাড়া অংশ নেওয়া দলগুলোও পাচ্ছে না বড় কোনো স্পন্সর প্রতিষ্ঠান। ১৫টি দল নিয়ে সাজানো এ টুর্নামেন্টের জন্য মাত্র ছয়টি স্পন্সর প্রতিষ্ঠান তাদের আগ্রহের কথা জানিয়েছে। পিসিবি তাদের প্রত্যাশা মতো প্রতিষ্ঠানগুলোকে প্রতিটি দলের জন্য ২০ মিলিয়ন রুপি খরচের প্রস্তাব দেয়। তবে, কোনো প্রতিষ্ঠানই প্রতিটি দলের পেছনে ২০ মিলিয়ন রুপি খরচ করতে আগ্রহ দেখায়নি। একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ ১০.৭৫ মিলিয়ন রুপি খরচ করতে আগ্রহ দেখায়।

পিসিবি থেকে আরও জানানো হয়, টুর্নামেন্ট শুরুর আগে লাহোর, করাচি, ফয়সালাবাদ আর শিয়ালকোটের মতো দলগুলোর জন্য স্পন্সর প্রতিষ্ঠানগুলো প্রায় ৪০ মিলিয়ন রুপি খরচ করবে।

২০১২ সালের পর থেকে পাকিস্তান সুপার লিগের আয়োজন করতে চাইলেই বারবার পিসিবি ব্যর্থ হয়। প্রথমবারের মতো ২০১৬ সালে এর আয়োজন করতে গিয়ে এবারও শঙ্কায় রয়েছে তারা। এছাড়া রয়েছে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে সমস্যা, ভেন্যু সমস্যা আর নিরাপত্তার সমস্যা। তবে, সব সমস্যাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে পিএসএল, এমনটি বিশ্বাস করেন ইসলামাবাদের হবু মালিক শোয়েব আখতার।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।