ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

না ফেরার দেশে ‘টাইফুন টাইসন’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
না ফেরার দেশে ‘টাইফুন টাইসন’ ছবি : সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের সাবেক পেসার ‘টাইফুন টাইসন’ না ফেরার দেশে চলে গেলেন। এক সময়ের তারকা এই গতিদানবের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর।



১৯৫৪-৫৫ সালে ইংলিশ এ পেসার দলকে অ্যাশেজ পাইয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজে টাইসন অজিদের উপর স্টিমরোলার চালিয়ে ২৮ উইকেট দখল করেন। ইংল্যান্ডকে ৩-১ এ সিরিজ জেতাতে তার বোলিং গড় ছিল ২০.৮২।

১৯৬০ সালে ক্রিকেটকে বিদায় জানান টাইসন। এরপর পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সেখানে একটি স্কুলের প্রধান শিক্ষকের পদে চাকরী করেন তিনি। এর আগে ঘরোয়া ক্রিকেট ক্লাব ভিক্টোরিয়াকে কোচিং করান ক্রিকেটের ধারাভাষ্যকার এবং লেখক হিসেবে সফল টাইসন।

পাকিস্তানের বিপক্ষে ১৯৫৪ সালের আগস্টে টেস্টে অভিষেক হয় ইংলিশ পেসার টাইসনের। ১৯৫৯ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। ইংল্যান্ডের হয়ে ১৭ টেস্টে তিনি উইকেট নিয়েছেন ৭৬টি। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ২৪৪টি ম্যাচ। যেখানে তার উইকেট সংখ্যা ৭৬৭টি, ইনিংসে ৫ উইকেট করে নিয়েছেন ৩৪বার।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।