ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয় দলে ফিরলেন নারাইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
ক্যারিবীয় দলে ফিরলেন নারাইন ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেলেন সুনীল নারাইন। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে তাকে রাখা হয়েছে।

বিশ্বকাপ শুরুর আগে অবৈধ বোলিং অ্যাকশন সন্দেহের কারণে নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন নারাইন। এর পর থেকেই তিনি জাতীয় দলের বাইরে।

অক্টোবরে শ্রীলঙ্কা সফরে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ও. ইন্ডিজ। গলে ১৪ অক্টোবর দু’দলের মধ্যকার প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। কলম্বোয় ২২ অক্টোবর দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে। তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১, ৪, ৭ নভেম্বর। আর ৯ ও ১২ নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দু’টি খেলে দেশে ফিরবে সফরকারীরা।

বিশ্বকাপ স্কোয়াড থেকে আটজন দলে সুযোগ পাননি। এর মধ্যে শুধুমাত্র ক্রিস গেইল পিঠের ইনজুরির কারণে স্কোয়াডে নেই। ওডিআই দলে বাদ পড়াদের মধ্যে রয়েছেন ড্যারেন স্যামি, লেন্ডল সিমন্স, সুলেমান বেন, শেল্ডন কটট্রেল, নিকিতা মিলার, কেমার রোচ ও ডোয়াইন স্মিথ।

নারাইন ছাড়াও ওয়ানডে দলে ফিরেছেন ড্যারেন ব্রাভো। বিশ্বকাপ চলাকালীন এ বাঁহাতি ব্যাটসম্যান হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান।

টেস্ট স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রাথওয়েট (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো, রাজেন্দ্র চন্দ্রিকা, শেন ডোওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শাই হোপ, দিনেশ রামদিন, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, জেরম টেইলর ও জোমেল ওয়ারিকান।

ওয়ানডে স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, জ্যাসন মোহাম্মদ, সুনীল নারাইন, দিনেশ রামদিন, রবি রামপল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস ও জেরম টেইলর।

টি-টোয়েন্টি স্কোয়াড: ড্যারেন স্যামি (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, জেসন হোল্ডার, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, রবি রামপল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস ও জেরম টেইলর।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।