ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের ওয়ানডে দলে নতুন মুখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
পাকিস্তানের ওয়ানডে দলে নতুন মুখ ছবি: সংগৃহীত

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজে চোখ রাখছে পাকিস্তান। নতুন মুখ হিসেবে ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন ত্রিশ বছর বয়সী ‍অলরাউন্ডার মোহাম্মদ বিলাল আসিফ।



মোহাম্মদ হাফিজ বোলিংয়ে এক বছরের নিষেধাজ্ঞা পাওয়ায় তার বিকল্প বোলার হিসেবে বিলাল আসিফকে দলভুক্ত করেন পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকরা। মূলত, অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ সামনে রেখেই তাকে সুযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) হারারেতে দু’দলের মধ্যকার তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা দেড়টায় খেলা শুরু হবে।

পাকিস্তান ওয়ানডে স্কোয়াড: আজহার আলী, আমের ইয়ামিন, আহমেদ শেহজাদ, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আসিফ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ রিজওয়ান, রাহাত আলী, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, শোয়েব মাকসুদ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ ও আনোয়ার আলী।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।