ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিষেধাজ্ঞা পেলেন ভারতীয় ২২ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
নিষেধাজ্ঞা পেলেন ভারতীয় ২২ ক্রিকেটার

ঢাকা: ২২ ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, বিসিসিআই। বয়স লুকানোর অভিযোগে তাদের বয়সভিত্তিক ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে জানায় বিসিসিআই।



জানা যায় নিষিদ্ধ হওয়া সকল ক্রিকেটার দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশনের (ডিডিসিএ) হয়ে অংশ নিতেন। বিসিসিআই এক ই-মেইল বার্তায় ডিডিসিএ’কে তাদের নিষেধাজ্ঞা বিষয়টি জানায়। বিসিসিআই’র হয়ে ই-মেইলটি প্রেরণ করেন গেম ডেভেলপমেন্ট ম্যানেজার রত্নাকর শেঠি।

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে ডিডিসিএ’কে জানানো হয়, আমরা ২২জন ক্রিকেটারকে আপাতত নিষেধাজ্ঞা দিয়েছি। যে কোনো ধরনের বয়সভিত্তিক ক্রিকেটে উল্লেখিত ২২ ক্রিকেটারকে খেলতে দেওয়া হবেনা। তাদের জন্ম সার্টিফিকেট পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

নাম প্রকাশ করা ২২ ক্রিকেটারের মধ্যে রয়েছেন নিতিশ রানা এবং প্রাতুশ সিং। এ দুই ক্রিকেটার দিল্লির সিনিয়র দলে খেলে থাকেন। নিতিশ রানা দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে এবারের আসরে খেলবেন।

রানা প্রসঙ্গে ডিডিসিএ এবং রাজ্য ক্রিকেট এসোসিয়েশনের প্রেসিডেন্ট স্নেহ প্রকাশ বানসাল জানান, রঞ্জি ট্রফিতে খেলতে রানার কোনো সমস্যা নেই। কারণ, বয়স লুকানোর অভিযোগে ২২ নিষিদ্ধ ক্রিকেটারের মধ্যে রানা থাকলেও নিষেধাজ্ঞা শুধুমাত্র দেওয়া হয়েছে বয়সভিত্তিক ক্রিকেটের জন্য।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ০১ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।