ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সফর স্থগিত করলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
সফর স্থগিত করলো অস্ট্রেলিয়া

ঢাকা: বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওয়েবসাইট বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেলে এ তথ্য প্রকাশ করে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই ম্যাচের টেস্ট সিরিজটি বাতিল না করলেও আপাতত বাংলাদেশ সফর স্থগিত রাখার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (সিএ)। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনও বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদারল্যান্ড বিবৃতিতে জানিয়েছেন, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের গত বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজ নিজ রাজ্য দলে ফিরে যাবার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার থেকে তারা ম্যাটাডোর কাপে অংশ নেবেন।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সফরে আসার কথা ছিল অজিদের। এজন্য ১৫ সদস্যের দলও ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তবে, নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে শেষ মুহূর্তে সফর সাময়িক পিছিয়ে দেয় অজিরা।

অবশেষে সকল শঙ্কা আর অনিশ্চয়তার বেড়াজাল ছিন্ন করে সিরিজ স্থগিত করার ঘোষণা দিল অস্ট্রেলিয়া। নিরাপত্তা দলের প্রতিবেদন স্বাপেক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া এ সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করে ৫ সদস্যের নিরাপত্তা বিশেষজ্ঞ দল পাঠায় অস্ট্রেলিয়া। এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থার চুলচেরা বিশ্লেষণ শেষে আর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস নিয়ে দেশে ফেরেন তারা। তারপরও সিরিজটি স্থগিতের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

সাদারল্যান্ড অস্ট্রেলীয় সরকারের বরাত দিয়ে জানান, আমরা গভীর দুঃখের সাথে ঘোষণা করছি বাংলাদেশের বিপক্ষে সিরিজটি স্থগিত করা হলো। গত ছয়দিনের ব্যাপক আলোচনা ও গবেষণার পর সফরটি স্থগিত করা ছাড়া আমাদের কোনো পথ ছিলনা। এটা আমাদের দৃষ্টিকোণ থেকে হতাশার।

তিনি আরও যোগ করেন, ছয়দিন আগে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের নিরাপত্তা ঝুঁকির প্রসঙ্গ টেনে সফরটি পিছিয়ে দিতে বলা হয়। আমরা পরে কঠোর পর্যালোচনা আর কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে সব কিছু বিবেচনা করেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে দেশের সরকার, সেখানে অবস্থিত আমাদের পররাষ্ট্র বিভাগের সঙ্গেও আলোচনায় বসেছি। সব কিছু বিবেচনায় এনে অবশেষে আমরা বাংলাদেশ সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে এ সিরিজটি অনুষ্ঠিত হতে পারে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে, সন্ধ্যার কিছু পরে বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে আসার কথা ছিল টিম অস্ট্রেলিয়ার। তবে, নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের সফর বিলম্বিত হয়। নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করা যায় কী না সেই ইস্যুতে গত রোববার (২৭ সেপ্টেম্বর) থেকেই দফায় দফায় বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেন শন ক্যারলের নেতৃত্বে আসা ৫ সদস্যের অজি নিরাপত্তা বিশেষজ্ঞরা। গত সোমবারও (২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রায় তিন ঘন্টার একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তারা।

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, ‘অস্ট্রেলিয়ার নিরাপত্তা দলটি বলেছে দেশে ফিরে যাওয়ার পর দুই-এক দিন সময় লাগতে পারে প্রতিবেদন প্রকাশ করতে। বাংলাদেশে আসার ঠিক আগ মুহূর্তে সফর স্থগিতের সিদ্ধান্তে আমি অবাক হয়েছি। ওরা বারবার যেটা তুলে ধরছে সিকিউরিটির জন্য আসতে পারছি না-এই ভিত্তিটাই তো আমি মানিনা। ’

এদিকে, বৃহস্পতিবার (০১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ট্যুর বাতিলের ঘোষণা দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া- একথা একটি ই-মেইল বার্তায় বাংলানিউজকে নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলানিউজের একটি ই-মেইলের জবাবে তারা জানায়, ‘দুঃখিত আমাদের কাছে কোনও সুখবর নেই। ক্রিকেট অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে এই সফর বাতিলের ঘোষণা দিতে যাচ্ছে। ’

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি জ্বালানি বিশেষজ্ঞ ও ক্রিকেট বিশ্লেষক সালেক সুফি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলানিউজের পক্ষে এই যোগাযোগটি করেন। তারই ই-মেইলের জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও’র অফিস থেকে এসব কথা জানানো হয়।

ই-মেইল বার্তায় আরও বলা হয়েছিল, আমাদের খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। আমাদের দুঃখ প্রকাশের বিষয়টি বাংলাদেশের ক্রিকেট কমিউনিটিতে জানিয়ে দিন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ০১ অক্টোবর ২০১৫  আপডেট: ১৮০২ ঘণ্টা
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।