ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লড়াই চালিয়ে যাচ্ছে সিলেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
লড়াই চালিয়ে যাচ্ছে সিলেট ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: চলমান জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিন শেষে সিলেট বিভাগ প্রথম ইনিংসে বরিশাল বিভাগের থেকে এখনও ১৬৪ রানে পিছিয়ে রয়েছে। দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৩৬৩ রান সংগ্রহ করেছে সিলেট।



খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশাল তাদের প্রথম ইনিংসে ৫২৭ রানের পাহাড় দাঁড় করায়। ৯ উইকেট হারিয়ে শাহরিয়ার নাফিস-সোহাগ গাজী-আল আমিনদের দলটি ইনিংস ঘোষণা করে।

আগের দিনের বিনা উইকেটে ১১২ রান তোলা সিলেট তৃতীয় দিন নিজেদের স্কোরবোর্ডে আরও ২৫১ রান যোগ করে। তবে, ১৩৮ ওভারে ৩৬৩ রান তোলা সিলেট এদিন ৭ উইকেট হারায়।

দলের হয়ে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে সিলেটের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন আর সানাজ আহমেদ ১২২ রানের জুটি গড়েন। সানাজ ব্যক্তিগত ৫৮ রান করে বিদায় নিলেও ইমতিয়াজ দলের হয়ে শতক হাঁকান। সানাজ ১৩৭ বলে ৮টি চারের সাথে একটি ছক্কা হাঁকিয়ে তার ইনিংসটি সাজান।

সেঞ্চুরিয়ান ইমতিয়াজ ৩১৫ বল মোকাবেলা করে ১৫টি চারের সাহায্যে ১২৭ রান করেন। তিন নম্বরে নেমে দ্বিতীয় উইকেট হিসেবে সাজঘরে ফেরা জাকির হাসানকে সঙ্গী করে স্কোরবোর্ডে আরও ১৪৫ রান যোগ করেন ইমতিয়াজ। বিদায় নেওয়ার আগে দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির খেলেন ৮৯ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস। তার ১৭১ বলে সাজানো ইনিংসে ছিল ১২টি চারের মার।

দলীয় ২৯০ রানের মাথায় ফেরেন ইমতিয়াজ। চার নম্বরে নামা রাজিন সালেহ অপরাজিত রয়েছেন। চতুর্থ ও শেষ দিন ৫৫ রান নিয়ে ক্রিজে নামবেন রাজিন।

এর আগে ব্যক্তিগত ১৫ রান করে বিদায় নেন অলোক কাপালি।

বরিশালের হয়ে সোহাগ গাজী তিনটি, আল আমিন একটি উইকেট তুলে নেন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে বরিশাল ১২৬.১ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৫২৭ রান তোলার পর ইনিংস ঘোষণা করে। দলের হয়ে মহাকাব্যিক এক ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন। ২০০ রান করে অপরাজিত থাকেন তিনি। ২৪৫ বলে মোসাদ্দেকের সাজানো ইনিংসে ছিল ১৫টি চার আর ৭টি ছক্কা।

এছাড়া ১০৩ রান করেন ফজলে মাহমুদ। শাহরিয়ার নাফিস ৫২, শাহিন হোসেন ৫৮ রান করেন। সিলেটের হয়ে তিনটি করে উইকেট পান আবুল হাসান এবং এনামুল হক জুনিয়র।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০৫ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।