ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ. আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ‘এ’ দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
দ. আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ‘এ’ দল ঘোষণা

ঢাকা: আসন্ন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (০৫ অক্টোবর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ‘এ’ দল ঘোষণা করে বিসিবি।



জাতীয় দলের তরুণ কয়েকজন ক্রিকেটার ছাড়াও ১৬ সদস্যের দলে রয়েছেন মোসাদ্দেক হোসেন, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, কামরুল ইসলাম রাব্বির মতো উদীয়মান ক্রিকেটার।
 
আগামী ১৫ অক্টোবর লম্বা সফরে প্রথমে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা বাংলাদেশ ‘এ’ দলের।   দক্ষিণ আফ্রিকার রাজ্য দল টাইটানের বিপক্ষে একটি তিনদিনের ও দু’টি ওয়ানডে ম্যাচ খেলে  সেখান থেকে সরাসরি জিম্বাবুয়ে যাবে দলটি। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দু’টি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
 
এ দল গঠন নিয়ে গতকাল (০৪ অক্টোবর) জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, ‘জাতীয় দলে ভবিষ্যতে যারা বিবেচনায় আছে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্যই মূলত ‘এ’ দল গঠন করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের কন্ডিশনটা ভিন্ন; তারপরও আমরা যাদের ওপর চোখ রাখছি, যাদের বিবেচনায় রাখছি বা যাদেরকে তৈরী করার চেষ্টা করছি তারা ওই কন্ডিশনে কেমন করে সেটা আমরা দেখতে চাচ্ছি। কন্ডিশনের জন্য দলে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। ’
 
বাংলাদেশ ‘এ’ দল: সাদমান ইসলাম, রনি তালুকদার, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান, শুভাগত হোম চৌধুরী, মো. মিথুন, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শহীদ, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, সাকলাইন সজীব, জুবায়ের হোসেন লিখন, তাইজুল ইসলাম।
 
স্ট্যান্ডবাই: কাজী নুরুল হাসান, দেওয়ান সাব্বির আহমেদ, তাসামুল হক, সাঞ্জামুল ইসলাম।
 
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।