ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানে জয়হীন সালমারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
পাকিস্তানে জয়হীন সালমারা ছবি : সংগৃহীত

ঢাকা: দুই ম্যাচ টি-টোয়েন্টি আর দুই ম্যাচ ওয়ানডে সিরিজে অংশ নিতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সালমার নেতৃত্বে যাওয়া দলটি প্রতিটি ম্যাচেই ব্যর্থ।

একটি ম্যাচেও জয়ের দেখা না পাওয়া বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে হেরেছে ৬ উইকেটের ব্যবধানে।

এর আগে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচেই হেরেছিল সালমা-জাহানারা-পান্না ঘোষরা। ওয়ানডেতেও ২-০ তে সিরিজ হারল বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সফরকারীরা ১২৩ রান সংগ্রহ করে। ১২৪ রানের জয়ের টার্গেটে খেলতে নেমে স্বাগতিক পাকিস্তান ৩৮.৩ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

আগে ব্যাটিং করা বাংলাদেশের হয়ে এ ম্যাচের মধ্য দিয়ে অভিষেক ঘটে নিগার সুলতানার।

ব্যাটিংয়ে নেমে ওপেনার আয়শা রহমান করেন ৩৯ রান। ইনিংস সর্বোচ্চ রান করতে তিনি মোকাবেলা করেন ৫৬ বল। আয়শার ইনিংসে ছিল ৬টি চারের মার। আরেক ওপেনার শামিমা সুলতানা ৩ রান করে বিদায় নেন।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশের হয়ে ফারজানা (০), লতা (০), রুমানা (২), সালমা (৭), জাহানারা (০), নাহিদা (১) আর খাদিজাতুল কুবরা (৪) রান করেন।

তবে, দলীয় শতরান পেরুতে ৩০ রান করেন অভিষিক্ত নিগার। আট নম্বরে ব্যাট হাতে নামা নিগার ১০৯ বলে দুটি চার হাঁকিয়ে তার ইনিংসটি সাজান। নয় নম্বরে নামা রিতু মনি ৪৮ বলে তিনটি চারের সাহায্যে করেন ২৮ রান। দলীয় ৬৭ রানের মাথায় টপঅর্ডারের সাতজন বিদায় নিলে নিগার-রিতু জুটি গড়েন।

পাকিস্তানের হয়ে নয়জন বোলার হাত ঘুরান। ১০ ওভারে ৫টি মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে বাংলাদেশের ৪ উইকেট তুলে নেন সানা মীর। আসমাভিয়া ইকবাল নেন আরও তিনটি উইকেট। একটি উইকেট পান সানিয়া খান।

১২৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার মারিনা আকবাল রান আউট হওয়ার আগে করেন ৩১ রান। জাভেরিয়া খান ৭ রান করে নাহিদার বলে রুমানার তালুবন্দি হন। বিসমাহ মারুফ দলকে সহজ জয় পাইয়ে দিতে খেলেন ৪১ রানের ইনিংস। তার ৬৬ বলে সাজানো ইনিংসে ছিল ৭টি চার।

চার নম্বরে নামা নাইন আবিদি ২২ রান করে নাহিদার দ্বিতীয় শিকার হন। তবে, সানা মির (১২) আর আলিয়া রিয়াজ (৭) অপরাজিত থেকে দলকে জয়ের দিকে নিয়ে যেতে বাকিটা পথ পাড়ি দেন।

বাংলাদেশের হয়ে নাহিদা দুটি আর রুমানা একটি উইকেট তুলে নেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ০৬ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।