ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নভেম্বরে টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
নভেম্বরে টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ দল সর্বশেষ আন্তজার্তিক ম্যাচ খেলেছে দুই মাস আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। চলতি মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া সিরিজ।

নিরাপত্তা-শঙ্কার অজুহাতে ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজটি স্থগিত করায় বাংলাদেশের ক্রিকেট কিছুটা হোঁচট খেলেও তা শিগগিরই কাটিয়ে উঠতে যাচ্ছে। আগামী মাসেই (নভেম্বরে) দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসতে চায় জিম্বাবুয়ে ক্রিকেট দল।
 
বাংলাদেশের প্রস্তাবের ভিত্তিতে নভেম্বরে টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে রাজি হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মিরপুরে বিসিবির বোর্ড সভা শেষে তিনি জানান, নভেম্বরে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসতে রাজি হয়েছে জিম্বাবুয়ে। ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আইসিসি মিটিংয়ে জিম্বাবুয়ের অফিসিয়ালদের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।   জিম্বাবুয়ের সঙ্গে জানুয়ারিতে যে সিরিজ আছে সেটির অংশ। এখন শুধু দুটি টেস্ট হবে। টি-টোয়েন্টি এবং ওয়ানডে হবে আগের সময়ে। টেস্ট দুটি হতে পারে চট্টগ্রাম ও ঢাকায়।

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল জিম্বাবুয়ের। নভেম্বরে টেস্ট সিরিজ হওয়ার পর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী জানুয়ারিতে হবে বাকি দুই ফরম্যাটের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ম্যাচগুলো।

সবশেষ গত বছরের নভেম্বরে বাংলাদেশ সফর করে গেছে জিম্বাবুইয়ানরা। তিন ম্যাচের টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে বাংলাদেশ ছাড়ে সফরকারী দলটি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।