ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মালিককে পেয়ে ফাওয়াদের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
মালিককে পেয়ে ফাওয়াদের অভিনন্দন ছবি : সংগৃহীত

ঢাকা: চলতি বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে শোয়েব মালিকের দারুণ অলরাউন্ড পারফরম্যান্সের কারণে তাকে পাকিস্তানের টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে। আর শোয়েব মালিককে দলে পেয়ে স্কোয়াডে থাকা ফাওয়াদ আলম তাকে অভিনন্দন জানিয়েছেন।



পাঁচ বছরেরও অধিক সময় পর পাকিস্তানের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন ৩৩ বছর বয়সী এ অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ১৬তম সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মালিক।

ফাওয়াদ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, আমরা সকলেই অনেক খুশি যে দীর্ঘদিন পরে হলেও শোয়েব মালিক আমাদের সঙ্গে টেস্টে মাঠে নামবেন। ৫ বছর পর জাতীয় দলের সাদা পোশাকে তিনি অভিজ্ঞ ক্রিকেটার হিসেবেই নামবেন, যা আমাদের দলকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে।

ফাওয়াদ আরও যোগ করেন, মালিক ব্যাটিং ডিপার্টমেন্টে দারুণ ভূমিকা রাখার পাশাপাশি আমাদের স্পিন বোলিং অ্যাটাককেও শক্তিশালী করে তুলবেন বলে আমাদের বিশ্বাস।

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান খেলেছিল অভিশপ্ত একটি সিরিজ। সে সিরিজে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমির। আর ওই সিরিজটাকে নিজের ক্যারিয়ারের জন্য অভিশপ্ত ভাবতে পারেন মালিকও। স্পট ফিক্সিং করে নিষিদ্ধ হননি এই অলরাউন্ডার। তারপরও সর্বশেষ সে সিরিজে খেলেই দল থেকে ছিটকে পড়েন মালিক। রঙিন জার্সি গায়ে পাকিস্তানের হয়ে খেলা চালিয়ে গেলেও, সাদা পোষাক যেন মালিককে একরকম গুডবাই জানিয়ে দিয়েছিল।

আগামী ১৩ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। বাকি দুই ম্যাচ যথাক্রমে ২২ ও ০১ নভেম্বর শুরু হবে। টেস্ট সিরিজ শেষে চারটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দু’দল। উল্লেখ্য, এখনো ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেনি পিসিবি।

ওয়ানেডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন মালিক। তাই টিম ম্যানেজমেন্টের অনুরোধে তাকে টেস্ট দলে রাখা হয়েছে। টিম ম্যানেজার ইন্তিখাব আলম প্রধান নির্বাচক হারুন রশিদের কাছে অনুরোধ জানান। দলের কোচ ওয়াকার ইউনিসের সুপারিশের ভিত্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান তা অনুমোদন করেন।

চলতি বছরে এখন পর্যন্ত ১১টি ওয়ানডে ইনিংসে ৫০০ রান করেছেন মালিক। একটি শতকের পাশাপাশি রয়েছে তিনটি অর্ধশতক। অন্যদিকে, ছয়টি টি-টোয়েন্টিতে করেছেন ১১৮ রান। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান (১৬১) সংগ্রাহকও তিনি। সব মিলিয়ে সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংয়েও কার্যকরী ভূমিকা রাখছেন মালিক।

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৩২ টেস্টে ৩৩.৪৫ গড়ে ১,৬০৬ রান করেছেন মালিক। আটটি অর্ধশতকের পাশাপাশি রয়েছে দু’টি সেঞ্চুরি। আর বল হাতে নিয়েছেন ২১ উইকেট।

পাকিস্তান টেস্ট স্কোয়াড: মিসবাহ উল হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আসাদ শফিক, আজহার আলী, ফাওয়াদ ‍আলম, ইমরান খান, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, রাহাত আলী, সরফরাজ আহমেদ, শান মাকসুদ, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, ইউনিস খান ও জুলফিকার বাবর।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ০৮ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।