ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠে গড়াচ্ছে এনসিএলের তৃতীয় রাউন্ড

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
মাঠে গড়াচ্ছে এনসিএলের তৃতীয় রাউন্ড

ঢাকা: শনিবার (১০ অক্টোবর) থেকে দেশের চারটি ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলা। তৃতীয় রাউন্ডের প্রথম স্তরের ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রংপুরের মুখোমুখি হবে খুলনা।

ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে খেলবে ঢাকা বিভাগ।

টুর্নামেন্টের দ্বিতীয় স্তরের ম্যাচে বগুড়ার শহীদ শেখ চান্দু স্টেডিয়ামে সিলেটকে মোকাবেলা করবে রাজশাহী। অন্যম্যাচে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বরিশালকে আতিথ্য দেবে চট্টগ্রাম।

প্রথম রাউন্ডে জাতীয় দলের তারকারা অংশ নিয়েছিলেন। খেলেছিলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানরা। তবে, দ্বিতীয় রাউন্ডে মুশফিক এবং সাকিব খেলেননি। প্রথম রাউন্ডের ম্যাচগুলোতে অংশ নিতে পারেননি সে সময় ভারত সফরে থাকা নাসির হোসেন, সৌম্য সরকার, সাব্বির আহমেদ, মুমিনুল হক, লিটন দাশ, শুভাগত হোমরা। তবে, দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলেছেন তারা। তৃতীয় রাউন্ডের ম্যাচেও তাদের খেলার সম্ভাবনা বেশি।

প্রথম রাউন্ডের খেলায় প্রথম স্তরের দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারী দল খুলনা বিভাগ। ৯ পয়েন্ট নিয়ে জাতীয় লিগের এবারের আসরে দাপট দেখাচ্ছে রাজ্জাক-মুস্তাফিজ-ইমরুলরা।

সমানসংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে শাহরিয়ার নাফিসের বরিশাল বিভাগ।

এর আগে, প্রথম রাউন্ডের প্রতিটি ম্যাচই বৃষ্টির কারণে নিষ্প্রাণ ড্র হয়েছিল। তবে, জমে উঠেছিল দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো।

বাংলাদেশ সময় ১৮০০ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।