ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রানে ফিরেছেন তামিম, ভালো অবস্থানে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
রানে ফিরেছেন তামিম, ভালো অবস্থানে চট্টগ্রাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: জাতীয় ক্রিকেটে লিগের দ্বিতীয় রাউন্ডে রানখরায় ভুঁগেছিলেন তামিম ইকবাল। রাজশাহীর বিপক্ষে দুই ইনিংস মিলে করেছিলেন মাত্র ৪ রান।

অবশেষে হোম ভেন্যু চট্টগ্রামে এসে রানের দেখা পেলেন এ বাঁহাতি ওপেনার।

বরিশালের বিপক্ষে তামিমের অপরাজিত ৯০ রানের ইনিংসে ভর করে প্রথম দিন শেষে দুই উইকেটে ২০৬ রান তুলেছে চট্টগ্রাম বিভাগ। তামিমের সঙ্গী তাসামুল হক অপরাজিত আছেন ৩৯ রানে।
 
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় বরিশাল বিভাগ। দুই সহোদর তামিম ইকবাল ও নাফিস ইকবাল দুর্দান্ত সূচণা এনে দেন চট্টগ্রামকে। ওপেনিং জুটিতে এরা যোগ করেন ৯৮ রান। ব্যক্তিগত ৫৬ রান করে সোহাগ গাজীর বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাফিস ইকবাল।

ওয়ানডাউন ব্যাটসম্যান মুমিনুল হক এদিন ভালো শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি। ১৮ বলে তিন চারে ১৬ রান করে আল আমিনের (জুনি:) বলে বোল্ড হন এ বাঁহাতি।

এর পর তাসামুলকে নিয়ে জুটি বাধেন তামিম। ৮৯ রানে অবিচ্ছিন্ন রয়েছে তৃতীয় উইকেট জুটি। বৃষ্টির কারণে প্রথমদিনে মাত্র ৫৭.১ ওভারের খেলা মাঠে গড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।