ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নাসিরের আফসোস, এগিয়ে খুলনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
নাসিরের আফসোস, এগিয়ে খুলনা

ঢাকা: খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১৭তম জাতীয় লিগের টায়ার ওয়ানের ম্যাচে দ্বিতীয় দিন শেষে ২১ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। আতিথ্য নেওয়া রংপুর বিভাগের প্রথম ইনিংসে ৯ রানের লিড টপকে দ্বিতীয় ইনিংসে খুলনা দিন শেষে বিনা উইকেটে ৩০ রান তোলে।



দ্বিতীয় দিনে মাত্র ৪ রানের জন্য শতক বঞ্চিত হন নাসির হোসেন। বোলিংয়ে চমক দেখিয়েছেন আব্দুর রাজ্জাক-মেহেদি হাসান মিরাজ।

প্রথম ইনিংসে আব্দুর রাজ্জাক-ইমরুল কায়েস-মিরাজ-তুষার ইমরানদের খুলনা অলআউট হওয়ার আগে করে ২১১ রান। জবাবে সোহরাওয়ার্দি-নাঈম-নাসিরদের রংপুর অলআউট হওয়ার আগে ২২০ রান সংগ্রহ করে।

প্রথম ইনিংসে খুলনার হয়ে ইনিংস সর্বোচ্চ রান করেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার ব্যাট থেকে আসে ৬৩ রান। এছাড়া ওপেনার ইমরুল ২১, এনামুল হক ৪১, তুষার ইমরান ৩২ রান করেন।

রংপুরের হয়ে ৪টি করে উইকেট তুলে নেন সঞ্জিত শাহা এবং সোহরাওয়ার্দি শুভ।

প্রথম ইনিংসে রংপুর ৯ রানের লিড নেয়। তবে, লিড বাড়াতে দেয়নি স্বাগতিক বোলার আব্দুর রাজ্জাক এবং মেহেদি হাসান মিরাজ। রাজ্জাক ৪টি আর মিরাজ বাকি ৬টি উইকেট তুলে নিলে ২২০ রানে থামে রংপুরের ইনিংস।

রংপুর দলপতি নাসির হোসেন খেলেন ৯৬ রানের অনবদ্য এক ইনিংস। ১৫০ বল মোকাবেলা করে টাইগার এ অলরাউন্ডার ১২টি চার আর একটি ছয়ে তার ইনিংসটি সাজান। মাত্র ৪ রানের জন্য শতক বঞ্চিত হয়ে ফেরেন নাসির।

সোহরাওয়ার্দি ২৪, ধীমান ঘোষ ২০ রান করেন। নাঈম ইসলামের ব্যাট থেকে আসে ৪৪ রান। তিনি দৃঢ়প্রতিজ্ঞ ইনিংসটি খেলতে মোকাবেলা করেন ১৯৬ বল।

দ্বিতীয় ইনিংসে দিন শেষে হাতে সবক’টি উইকেট রেখে ৩০ রান তুলেছে খুলনা। ইমরুল ১৩ এবং মেহেদি হাসান ১৭ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।