ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিসিআইকে পিসিবি প্রধানের ক্ষুব্ধ বার্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
বিসিসিআইকে পিসিবি প্রধানের ক্ষুব্ধ বার্তা ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি দিল্লিতে কট্টরপন্থী হিন্দুত্ববাদী দল শিবসেনার বিক্ষোভের মুখে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের আলোচনা সভাটি স্থগিত করা হয়। এতেই দু’দেশের মধ্যকার বহুল প্রতিক্ষীত দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দেয়।



তবে বিষয়টি মানতেই পারছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। ইতোমধ্যেই তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের নিকট কড়া ভাষায় একটি চিঠি লিখে পাঠিয়েছেন।

পিসিবি প্রতিনিধি দলের সঙ্গে বিসিসিআই’র আচরণে হতাশার বিষয়টি তুলে ধরেন শাহরিয়ার খান। সংবাদ সংস্থা পিটিআই’র বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এমন খবরই প্রকাশিত হয়েছে।

সূত্রমতে, পিসিবি প্রধান চিঠিতে একটি বিষয়ে জোর দেন, ‘ বিসিসিআই’র আমন্ত্রণে সাড়া দিয়েই ভারতে যায় পিসিবির প্রতিনিধি দল। কিন্তু তারা প্রয়োজনীয় আতিথেয়তা দেখায়নি। এটা খুবই হতাশার যে, বিসিসিআই তাদের দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারেনি।

শাহরিয়ার খান ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে শশাঙ্ক মনোহরের সুস্পষ্ট অবস্থান দাবি করেন বলেও জানা যায়, ‘গত বছরই ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি সই হয়। সে হিসেবে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করাটা একান্ত আবশ্যক। এ বিষয়ে বিসিসিআই প্রেসিডেন্টকে তার সুস্পষ্ট অবস্থান তুলে ধরতে হবে এবং কবে নাগাদ তারা পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে তাও নিশ্চিত করতে হবে। ’

চলমান পরিস্থিতিতে ডিসেম্বরে সম্ভাব্য পাক-ভারত দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন নিয়ে সংশয়ের মাত্রাটা প্রতিনিয়তই জোড়ালো হচ্ছে। এর শেষ কোথায়? তা সময়ের হাতে ছেড়ে দেওয়ার বিকল্প নেই!

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।