ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জহিরকে সম্মানিত করলো মুম্বাই ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
জহিরকে সম্মানিত করলো মুম্বাই ক্রিকেট ছবি : সংগৃহীত

ঢাকা: সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারতীয় পেসার জহির খানকে ক্রেস্ট দিয়ে সম্মানীত করলো মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জহিরের হাতে ক্রেস্ট তুলে দেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

এ সময় আরো উপস্থিত সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট শারদ পাওয়া ও বর্তমান সেক্রেটারি আনুরাগ ঠাকুর।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ শেষে পুরস্কার বিতরনীর মঞ্চে জহির জানান, তার ১৪ বছরের ক্যারিয়ারে তিনি সবই অর্জন করেছেন। এতে দুঃখ প্রকাশ করার কিছুই নেই।

মুম্বাই ক্রিকেট ও আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে জহির প্রচুর ক্রিকেট খেলেছেন। এর আগে ২০০০ সালে ভারতীয় জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তার সময় ভারতীয় পেস আক্রমণে তিনিই ছিলেন প্রথম পছন্দ।

ক্যারিয়ারে ৯২টি টেস্ট ও ২০০টি ওয়ানডে খেলেছেন এ বাঁহাতি পেসার। যেখানে সাদা পোশাকে ৩১১ ও রঙ্গিন পোশাকে ২৮২টি উইকেট পেছেন। ইনজুরির কারণে ক্যারিয়ারে বেশ কয়েকবার বাধার সম্মুক্ষীন হওয়া জহির সর্বশেষ ২০১৪ সালে টেস্ট ম্যাচ খেলেছিলেন।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।