ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আহতদের পাশে আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
আহতদের পাশে আফ্রিদি ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তানে ভূমিকম্পে আহতদের দেখতে পেশোয়ারে ছুটে গিয়েছেন দেশটির টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। সেখানে তিনি ৫ মিলিয়ন পাকিস্তানি রূপি দান করার সিদ্ধান্ত জানান।

পেশোয়ারে অবস্থিত লেডি রিডিং হসপিটালে আফ্রিদি বেশ কিছুক্ষণ আহতদের পাশে সময় কাটান।

পরে তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ দেশের আনাচে-কানাচে ভূমিকম্পে আহতদের সাহায্যে কাজ করে যাবে।

মধ্য-দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত ৩৩৫ জন মারা গেছেন বলে জানা যায়। এর মধ্যে পাকিস্তানের ২৫৩ জন রয়েছেন। আহত হয়েছেন আরও হাজার হাজার পাকিস্তানি।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।