ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চিটাগং ভাইকিংসের লোগো ও জার্সি উন্মোচন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
চিটাগং ভাইকিংসের লোগো ও জার্সি উন্মোচন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের দল চিটাগং ভাইকিংসের লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠান হয়েছে। রোববার (০১ নভেম্বর) রাতে ঢাকার এক অভিজাত হোটেলে এ অনুষ্ঠান হয়।



অনুষ্ঠানে চিটাগং ভাইকিংসের দলীয় থিম সং  'উড়াইয়া উড়াইয়া মারো রে' গানটি পরিবেশন করা হয়। পরে অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু।

এর আগে দলটির আইকন ক্রিকেটার ও অধিনায়ক তামিম ইকবালকে জার্সি ও ক্যাপ তুলে দেন চিটাগং ভাইকিংসের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চিটাগং ভাইকিংসের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল জব্বার, ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল কাদের, পরামর্শক আকরাম খান, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক, শাইখ সিরাজ, ফরিদুর রেজা সাগর ও আফজাল হোসেন।  

তামিম ইকবাল ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিটাগং ভাইকিংসের তিন ক্রিকেটার তাসকিন আহমেদ, এনামুল হক বিজয় ও শফিউল ইসলাম।  

দলের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বলেন, প্লেয়ার বাই চয়েজের কঠিন পদ্ধতির পরও আমরা একটি সুসংগঠিত দল করতে পেরেছি। দলে তামিমের নেতৃত্বে সাতজন ব্যাটসম্যান রয়েছেন। তবে বোলিং বিভাগটাই বেশি শক্তিশালী। সেখানে পাকিস্তানি দুই তারকা মোহাম্মদ আমির ও সাঈদ আজমলের সঙ্গে আছে বাংলাদেশি সেনসেশন তাসকিন আহমেদ। আমি বিশ্বাস করি আমাদের দল এই আসরে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করবে।

দলটির অধিনায়ক তামিম ইকবাল বলেন, আমরা সব সময় যে বিষয় নিয়ে চিন্তা করি জেতা এবং হারা। কিন্তু ডিবিএল গ্রুপের ডিরেক্টর, চেয়ারম্যানের সঙ্গে কথা বলে মনে হয়েছে তারা তিনটি জিনিস অর্জন করতে চান বিপিএল থেকে। তা হলো ক্রিকেটকে প্রমোট করা, লোকাল প্লেয়ারদের প্রমোট করা এবং সবাইকে আনন্দ দেওয়া।

তিনি বলেন, এই তিনটা জিনিস যদি অর্জন করতে পারলেই আমরা ‍টুর্নামেন্টে ভালো করতে পারবো। আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করবো।

আগামী ২২ নভেম্বর মিরপুরে পর্দা উঠবে বিপিএলের তৃতীয় আসরটির। উদ্বোধনী ম্যাচেই সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসকে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।