ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের দুশ্চিন্তায় স্টোকসের ইনজুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
ইংলিশদের দুশ্চিন্তায় স্টোকসের ইনজুরি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ড ক্রিকেটের কাঁধে দুশ্চিন্তা ভর করেছে। বর্তমান দলের অন্যতম সেরা তারকা বেন স্টোকস ইনজুরিতে পড়েছেন।

পাকিস্তানের বিপক্ষে টেস্টে ক্যাচ ধরতে গিয়ে গুরুতর আঘাত পান এ অলরাউন্ডার।

শারজায় তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচের প্রথম দিন, সামিত প্যাটেলের করা বলে সরফরাজ আহমেদের শটে ক্যাচ ধরতে গিয়ে ডানহাতে আঘাত পান স্টোকস। পরে তাকে মাঠ থেকে তুলে নিয়ে হাসপাতালে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়।

স্টোকসের ইনজুরির ব্যাপারে প্রাথমিকভাবে কিছু বলা না গেলেও, তাকে অন্তত চার মাসের জন্য মাঠের বাইরে  থাকতে হতে পারে। যার ফলে চলমান টেস্ট ম্যাচের বাকি চারদিন ইংলিশদের ১০ জনের দল নিয়ে খেলতে হবে।

এদিকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলতে যাবে ইংল্যান্ড। আর সেই সফরেও অনিশ্চিত স্টোকস। ২০১৫ বিশ্বকাপের পর দলে ফেরা স্টোকস সাম্প্রতিক সময়ে ইংলিশদের তিন ফরম্যাটের ক্রিকেটে ভরসার নাম বনে গেছেন। তবে গুরুতর ইনজুরিতে পড়ায় বেশ শঙ্কায় পড়েছে দলটি।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।