ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শিব-সেনা আতঙ্কে প্রোটিয়া স্পিনার তাহির!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
শিব-সেনা আতঙ্কে প্রোটিয়া স্পিনার তাহির! ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের হিন্দুবাদী রাজনৈতিক দল শিব-সেনাদের হামলার শিকার হতে পারেন সফররত দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির!  ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা ‍যায় শিব-সেনা আতঙ্কে পাকিস্তানি বংশোদ্ভুদ তাহিরকে বাড়তি নিরাপত্তায় রাখা হয়েছে।

এদিকে প্রোটিয়াদের টিম ম্যানেজমেন্ট থেকে এখন পর্যন্ত তাহিরের বিশেষ নিরাপত্তার ব্যাপারটি অস্বিকার করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দ.আফ্রিকা দলের এক মুখপাত্র জানান, দল থেকে বলা হয়েছে তাহিরকে টিম হোটেলের বাইরে যেন বের হতে না দেওয়া হয়।

তাহিরের জন্ম পাকিস্তানের লাহোরে। তিনি পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের প্রতিনিধিত্ব করেছেন। তবে জাতীয় দলে সুযোগ না পাওয়ায় তিনি দ.আফ্রিকায় পাড়ি জমান। আর ২০১১ সালে প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডানহাতি এ স্পিনারের।

এর আগে মুম্বাইয়ে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজকে কেন্দ্র করে বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মানোহার ও পিসিবি প্রধান শাহরিয়ার খান আলোচনায় বসেন। তবে পাকিস্তান বিরোধী শিব-সেনারা এ ব্যাপারটিকে নেতিবাচক দেখে বিসিসিআই প্রধান কার্যলয়ে হামলা চালায়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।