ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উন্মোচিত হল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে’র জার্সি ও লোগো

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
উন্মোচিত হল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে’র জার্সি ও লোগো ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: ‘মারোরে ছক্কা মারোরো চার, কে আসে সামনে কী সাহস আছে কার’?- গানের তালে তালে উন্মোচিত হল, বিপেএলের এবারের আসরে  নবাগত দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে’র জার্সি ও লোগো।
 
গানটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সে’র থিম সং।

ফুয়াদের সংগীতায়োজনে গানটিতে কন্ঠ দিয়েছেন মিলা ও তাপস।   
 
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর স্থানীয় একটি হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান উপদেষ্টা আ হ ম মুস্তফা কামাল, চেয়ারপারসন নাফিসা কামাল, দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট, কোচ মো: সালাউদ্দিন, অধিনায়ক ও আইকন প্লেয়ার মাশরাফি বিন মর্তুজাসহ দেশের বরেণ্য ক্রীড়া, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
 
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বক্তব্যে আ হ ম মুস্তফা কামাল বলেন, ক্রিকেট বাংলাদেশর গর্ব। কারণ, এই ক্রিকেটই বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি নতুন পরিচিতি এনে দিয়েছে। তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিপিএল গভর্নিং কাউন্সিলকে ধন্যবাদ জানান এবং দলটির কল্যাণ কামনা করেন।
 
দলটির চেয়ারপারসন নাফিসা কামাল জানান, বিপিএলে অংশগ্রহনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্বব্যাপি পরিচিতি লাভ করবে। পাশাপাশি বাবা আ হ ম মুস্তফা কামালের মত একজন সফল ক্রীড়া সংগঠকের মেয়ে হিসেবে ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে দেশের ক্রিকেটের উন্নয়নের নিজেকে নিয়েজিত করতে চান। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বিপিএলের সঙ্গে যুক্ত করায় তিনিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিপিএল গভর্নিং কাউন্সিলকে ধন্যবাদ জানান।
 
ম্যানেজার ও সহকারী কোচ হিসিবে নিয়োগ পাওয়া বাংলাদেশ ক্রিকেটের সাবেক উইকেটরক্ষক ও ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট বলেন, সেরা কোচ, সেরা অধিনায়ক ও সেরা খেলোয়াড়দের নিয়ে বিপিএলে এবারের আসরে সেরা খেলাটি উপহার দিতে প্রস্তুতি নিচ্ছে তাঁর কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
 
এদিকে, প্রথমবারের মত বিপিএলে অংশ নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক মনোনিত করায় তিনি দলটির পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান। পাশাপাশি বলেন, ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বিপিএল আয়োজনের মধ্য দিয়ে আমাদের খেলোয়াড়দের টি টোয়েন্টি ফর্মেটে খেলার  মান  আরও বাড়বে। আর অধিনায়ক হিসেবে নিজের সেরা খেলাটি খেলে দলকে জেতাতে তিনি চেস্টা করবেন।
 
দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন বাংলাদেশের চলচিত্রের দুই প্রিয় মুখ অনন্ত জলিল ও বর্ষা।

বাংলাদেশ সময় ১৬৪৩ ঘন্টা, ৪ নভেম্বর ২০১৫
এইচএল/এমএমএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।