ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফেব্রুয়ারিতে এশিয়া কাপের বাছাইপর্ব বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
ফেব্রুয়ারিতে এশিয়া কাপের বাছাইপর্ব বাংলাদেশে

ঢাকা: চার দলের এশিয়া কাপ টি-টোয়েন্টির বাছাইপর্ব শুরু হচ্ছে আগামী বছর ফেব্রুয়ারিতে। বাংলাদেশে অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচগুলো সে মাসের ১৯-২২ তারিখের মধ্যে সম্পন্ন হবে।



বাছাইপর্বে অংশগ্রহনকারী দলগুলো হলো, আফগানিস্তান, হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

এই চারটি দলের মধ্যে সেরা দলটি আসরের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ধারণা করা হচ্ছে বাছাইপর্বের ম্যাচগুলো রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।

সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দলটি ২০১৬ আসরে খেলার সুযোগ পাবে। যদি দু’দলের পয়েন্ট সমান হয় তবে টাইব্রেকারের জন্য নেট রান রেট ব্যবহার করা হতে পারে।

এদিকে টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপ আয়োজনে স্বাগতিক দল হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের আগের আসরগুলো ৫০ ওভারের হলেও এবারের আসরটি হচ্ছে টি-২০ ফরম্যাটের। কারণ ভারতে ২০১৬’র মার্চে টি-২০ বিশ্বকাপ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।