ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিল্ডিংয়ে বিসিবি একাদশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
ফিল্ডিংয়ে বিসিবি একাদশ ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ফতুল্লা থেকে: টাইগারদের ছুঁড়ে দেওয়া ২৭৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছে সফরকারী জিম্বাবুয়ে। ৭ ওভার শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ২৭ রান।

মাশরাফির সঙ্গে বোলিংয়ে জুটি বেঁধেছেন শফিউল ইসলাম।

ইমরুল কায়েস, এনামুল হক বিজয় আর মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে বিসিবি একাদশ ৮ উইকেট হারিয়ে তোলে ২৭৭ রান। তিন ব্যাটসম্যানই অর্ধশতক করেন।

সকাল ৯টায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামে মাশরাফি বিন মর্তুজার বিসিবি একাদশ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টাইগারদের মুখোমুখি হয় এলটন চিগুম্বুরার দল। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। বাংলাদেশের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ইমরুল কায়েস এবং এনামুল হক বিজয়। উদ্বোধনী জুটি থেকেই তারা তুলে নেন ১০৫ রান।

ইনিংস সর্বোচ্চ রান করতে মুশফিক ৮৪ বলে ৫টি চার আর ২টি ছক্কায় করেন অপরাজিত ৮১ রান।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অর্ধশতক তুলে নিয়ে বিদায় নেন ইমরুল কায়েস। তার বিদায়ে নামেন লিটন দাস। আরেক ওপেনার এনামুল হক অর্ধশতক হাঁকিয়ে সাজঘরে ফেরেন। এরপর ব্যাটিং ক্রিজে নামেন মুশফিকুর রহিম।

ইমরুল ৬৪ বল মোকাবেলা করে ৫টি চারের পাশাপাশি দুটি ছক্কা হাঁকিয়ে করেন ৫৬ রান। ক্রেমারের বলে বদলি ফিল্ডার ওয়ালারের তালুবন্দি হন তিনি। বিজয় ৬১ বলে ৭টি চার আর একটি ছক্কায় ৫২ রান করে ক্রেমারের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন।

দলীয় ১৪৪ রানে লিটন কুমার দাশের উইকেট হারায় বিসিবি একাদশ। ব্যক্তিগত ২৫ রানে ক্রেমারের তৃতীয় শিকার হন এ ডানহাতি ব্যাটসম্যান। ২৩ বলে একটি চার ও দুটি ছক্কায় লিটন তার ইনিংসটি সাজান। লিটনের পর ব্যাটিংয়ে নামেন সাব্বির রহমান। মাত্র ৩ রান করে লুক জঙ্গোর বলে বিদায় নেন তিনি।

দলীয় ১৪৯ রানের মাথায় টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়েও দারুণভাবে এগিয়ে চলে স্বাগতিক বিসিবি একাদশ।

শাহরিয়ার নাফিস প্রথম শ্রেণির ম্যাচে সর্বশেষ ১৫ ইনিংস ব্যাট করে ৭৭.৭৭ গড়ে রান করেছেন ১০১১। ব্যাট হাতে ধারাবাহিকতার পুরস্কার হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ডাক পেয়ে সুযোগটা দারুণ কাজে লাগান তিনি। জিম্বাবুয়েকে পেলে শাহরিয়ারের ব্যাট আরও চওড়া হয়ে ওঠে তা প্রমাণ করতে সর্বশেষ ম্যাচে ৩৪২ রান করা নাফিস খেলেছেন ৩৮ রানের ইনিংস। ৩৮ বলে চারটি চার আর একটি ছক্কা হাঁকান তিনি। আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন নাফিস।

এরপর ব্যাটিংয়ে নেমে দলপতি মাশরাফি ১ রান করে রান আউট হন। মাশরাফির পর ব্যাট হাতে নামেন ইরফান শুক্কুর। জঙ্গোর তৃতীয় শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২ রান। সাঞ্জামুলের ব্যাট থেকে আসে ১১ রান।

দশ বোলার ব্যবহার করে সফরকারী জিম্বাবুয়ে। দলের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন জঙ্গো এবং ক্রেমার।

প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ৭, ৯ ও ১১ নভেম্বর  মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু’দল। একই ভেন্যুতে ১৩ ও ১৫ নভেম্বর সিরিজের টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
 
বিসিবি একাদশ: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফিস, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি মারুফ, জুবায়ের হোসেন, সাঞ্জামুল ইসলাম, দেলোয়ার হোসেন, শফিউল ইসলাম, ইরফান শুক্কুর ও তৌহিদুল ইসলাম রাসেল।
 
জিম্বাবুইয়ানস দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা, টেন্ডাই চিসারো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জঙ্গো, নেভিল মাদিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, টরাই মুযারাবানি, জন নিয়ুম্বু, টিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ০৫ নভেম্বর ২০১৫
এমআর

** মুশফিক-বিজয়-ইমরুলের ব্যাটে বিসিবির সংগ্রহ ২৭৭
** মুশফিকের ব্যাটে এগুচ্ছে বিসিবি একাদশ
** ইমরুল-বিজয়ের পর মুশফিকের অর্ধশতক
** টপঅর্ডারের চার ব্যাটসম্যানের বিদায়
** লিটনের উইকেট হারাল বিসিবি একাদশ
** ইমরুলের পর বিজয়ের বিদায়
** ইমরুলের অর্ধশতক, অপেক্ষায় বিজয়
** ধীর গতিতে শুরু টাইগারদের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।