ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা সম্ভব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা সম্ভব ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপের মতো খেলতে পারলে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের প্রত্যাশা টাইগার অধিনায়ক (ওডিআই ও টি-টোয়েন্টি) মাশরাফি বিন মুর্তজার। আসন্ন দুটি সিরিজেই টাইগাররা ভালো খেলে সফরকারীদের বিপক্ষে প্রাধান্য বিস্তার করতে চায়, জানালেন মাশরাফি।



সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাশরাফি।

শুক্রবারের (০৬ নভেম্বর) এ সংবাদ সম্মেলনে উঠে আসে আগের দিন ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে হারের বিষয়ও। এ সময় মাশরাফি নিজের ও দলের খেলোয়াড়দের সার্বিক দিক তুলে ধরেন। তিনি বলেন, আমার অবস্থা এখনও স্বাভাবিক পর্যায়ে আসেনি। কিন্তু, কালকের (প্রথম ওয়ানডে) ম্যাচে ভালো খেলতে পারবো বলে বিশ্বাসী। দলের সকলের আত্মবিশ্বাস রয়েছে ভালো করার।

প্রস্তুতি ম্যাচে হেরেছেন বলে কিছুটা চিন্তিত হলেও টাইগার দলপতি জানান, জিম্বাবুয়েকে হালকা করে দেখার কিছু নেই। তারা ভালো খেলেই জয় পেয়েছে। ২৮০ রানের মতো চেজ করে জেতা সহজ ছিল না। তারা একটি ব্যাটিং ব্যালেন্সড দল। তাদের টিম কম্বিনেশনও দারুণ।

তবে, নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে মাশরাফি বলেন, আমাদের প্রথম এবং প্রধান টার্গেট জয়। জিম্বাবুয়ের বিপক্ষে প্রতিটি ম্যাচে প্রাধান্য বিস্তার করে জিততে চাই। আমাদের সে আত্মবিশ্বাস রয়েছে। তাদের হোয়াইটওয়াশ করাও অসম্ভব নয়। আমি মনে করি আসন্ন সিরিজ দুটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যেকোনো সিরিজের প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটি জিততে পারলে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস চলে আসে। আমরা প্রথম ম্যাচটি জিততেই মাঠে নামব।

দল গঠন নিয়ে মাশরাফি জানান, জিম্বাবুয়ের দুর্বলতা আর আমাদের শক্তির দিক বিবেচনা করে দুটোর কম্বিনেশনে দল গঠন করা হবে।

সফরকারীদের বিপক্ষে শনিবার (০৭ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিনটি একদিনের ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।

এর আগে বৃহস্পতিবার (০৫ নভেম্বর) প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটে হারে বিসিবি একাদশ। ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন মাশরাফি।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসকে/জেডএস/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।