ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবসর ভাবনা নেই মিসবাহর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
অবসর ভাবনা নেই মিসবাহর ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের সফল টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক এখনই নিজের ব্যাট-প্যাড গুছিয়ে রাখতে চাননা। আরও কিছুদিন সাদা পোশাকে দেশের হয়ে খেলতে চান ৪১ বছর পেরিয়ে যাওয়া মিসবাহ।



অস্ট্রেলিয়াকে অ্যাশেজ সিরিজে হারিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে আসা ইংল্যান্ড মিসবাহ বাহিনীর কাছে তিন ম্যাচ টেস্ট সিরিজে ২-০ তে হেরেছে। আর দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মিসবাহ। তার নেতৃত্বে সর্বশেষ প্রকাশিত ৠাংকিংয়ে পাকিস্তান টেস্টের দুই নম্বর দল হিসেবে উঠে আসে। এ সিরিজের আগেই তিনি জানিয়েছিলেন, এটিই হতে পারে তার শেষ সিরিজ।

আগামী বছর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। সে সফর নিয়ে প্রশ্ন করা হলে ওয়ানডে আর টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মিসবাহ টেস্টে আরও কিছু দিন খেলতে চান জানিয়ে বলেন, এই ব্যাপারে ভাবার জন্য আমার হাতে যথেষ্ট সময় রয়েছে। আরও ৭-৮ মাস সময় পাব সে সফরের আগে। এ সময়ের মধ্যে আমি চিন্তা করতে পারব, টেস্ট ক্যারিয়ার চালিয়ে যাব নাকি ক্যারিয়ারের এখানেই ইতি টানবো।

৬১ টেস্ট খেলা মিসবাহ আরও যোগ করে বলেন, আমি ক্রিকেটকে ভালোবাসি। আর চাই খেলাটি চালিয়ে যেতে। তবে, যখন একজন ক্রিকেটারের সামনে ৬,৭ বা ৮ মাস কিছু করার থাকেনা, মাঠের বাইরে বসে থাকতে হয়, তখন ব্যাপারটি ভিন্ন। প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলে হঠাৎ করেই বিশ্বসেরা ক্রিকেটারদের বিপক্ষে মাঠে নেমে মানিয়ে নেওয়া বেশ কষ্টকর হয়। আপাতত আমি ঘরোয়া ক্রিকেটে খেলে যেতে চাই। আগামী বছর ঔ দুটো সফর নিয়ে এর মাঝেই চিন্তা করার সুযোগ পাব। আগামীর চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করতে পারব। তবে সেটি খুব একটা সহজ হবেনা।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে মিসবাহ ৫৯ গড়ে ৩৫২ রান করেন। যেখানে তার একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি ছিল। সর্বশেষ মিসবাহর ইনিংসগুলো ছিল যথাক্রমে ৩, ৫১, ১০২, ৮৭, ৭১ ও ৩৮।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ০৬ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।