ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর) হোটেল সোনারগাঁওয়ের সুরমায় ট্রফি উন্মোচন করেন স্বাগতিক-সফরকারী দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও এলটন চিগুম্বুরা।

এরপর তারা ফটোসেশনে অংশ নেন।

শনিবার (০৭ নভেম্বর) শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী ৯ ও ১১ নভেম্বর একই মাঠে ওয়ানডে সিরিজের বাকি দু’টি ম্যাচ মাঠে গড়াবে।

ওয়ানডে সিরিজের পর রয়েছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী ১৩ ও ১৫ নভেম্বর সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দু’টি। দুই সপ্তাহের সফর শেষে ১৬ নভেম্বর নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।