ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘মিস্টার ডিপেন্ডেবল’র হাফ সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
‘মিস্টার ডিপেন্ডেবল’র হাফ সেঞ্চুরি ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দলীয় ৩০ রানে দুই উইকেটের পতনের ক্রিজে নেমেছিলেন তিনি। বরাবরের মতো এই ‘খানিক বিপর্যয়ে’ তার ব্যাটেই ভরসা খুঁজছিল বাংলাদেশ দল।

হতাশ হতে হয়নি টাইগার ক্রিকেটভক্তদের।   বাংলাদেশ দলের ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম দলকে টেনে নিচ্ছেন। এর সঙ্গে পূরণ করলেন নিজের ব্যক্তিগত অর্ধশতকও।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ের তিনটি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ দ্বিতীয় ওভারে দলীয় ‍দুই রানেই হারায় ওপেনার লিটন দাসকে। এরপর নবম ওভারে দলীয় ৩০ রানে হারায় মাহমুদুল্লাহ রিয়াদকেও।

তারপরই ক্রিজে নামেন মুশফিকুর। তিনি ধীরে ধীরে তামিমের সঙ্গে রান তুলতে থাকেন। গড়ে তোলেন ৭০ রানের পার্টনারশিপ। এরমধ্যে জুটি ভেঙে তামিম বিদায় নিলেও মুশফিক ৫২ বলে ৫ চারে তার অর্ধশতক পূরণ করে নেন।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত বিদায় নিয়েছেন তামিমের পর মাঠে নামা সাকিব আল হাসানও। তবে এখনও খেলছেন মুশফিকুর। ক্রিকেটভক্তরা এখন মুশফিকুরের ব্যাটেই চ্যালেঞ্জিং স্কোর গড়ার স্বপ্ন দেখছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।