ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিংবদন্তিদের কাতারে সাকিব: টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
কিংবদন্তিদের কাতারে সাকিব: টেন্ডুলকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত তারকাদের নিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের নাম দেওয়া হয়েছে ‘ক্রিকেট অল স্টারস’। টুর্নামেন্টটির আয়োজন করেছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন।

টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টেন্ডুলকার। সেখানে জানান, বাংলাদেশের কেউ যদি এ টুর্নামেন্টে লিজেন্ড হিসেবে খেলতে আসতেন, সেটা হতেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এ সিরিজের প্রথম ম্যাচে টেন্ডুলকারের ‘শচীনস ব্লাস্টার্সকে’ হারিয়েছে শেন ওয়ার্নের ‘ওয়ার্নস ওয়ারিয়র্স’। টেন্ডুলকার, লারা, শেওয়াগ, পোলকদের হারিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৬ বল হাতে রেখে ৬ উইকেটের বড় জয় তুলে নিয়েছে শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, রিকি পন্টিংরা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টেন্ডুলকারের কাছে জানতে চাওয়া হয়, এ টুর্নামেন্টে অন্য ৮টি দেশের কিংবদন্তি ক্রিকেটাররা থাকলেও বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই কেনো?

এ প্রশ্নের উত্তরে টেন্ডুলকার বলেন, আমি মনে করি বাংলাদেশের একজন ক্রিকেটারই আছেন যার এখানে অংশ নেওয়ার ক্ষমতা রয়েছে। তিনি একজন সুপারস্টার। এখানে যারা খেলছেন তাদের রেকর্ডের দিকে নজর দিন, দেখবেন অসাধারণ সব রেকর্ড তাদের দখলে। তবে আমার মনে হয় বাংলাদেশের সাকিব আল হাসান এখানকার লিজেন্ড ক্রিকেটারদের সমপর্যায়ের। তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলে চলেছেন। এখানে যারা খেলছেন তারা সবাই অবসর নিয়েছেন। সাকিব যখন অবসর নেবেন, যদিও আমি চাইনা তিনি এখনই অবসরে যান, যখন সঠিক সময় আসবে, তখন তিনি আমাদের এ টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। তার সেই যোগ্যতা রয়েছে।

এ সময় টেন্ডুলকারের পাশেই দাঁড়ানো ছিলেন অজি কিংবদন্তি শেন ওয়ার্ন।

এ টুর্নামেন্টে খেলছেন শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণ, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগ, মাহেলা জয়াবর্ধনে, কার্ল হুপার, ল্যান্স ক্লুজনার, শন পোলক, মঈন খান, গ্রায়েম সোয়ান, গ্লেন ম্যাকগ্রা, মুত্তিয়া মুরালিধরন, শোয়েব আখতার ও কার্টলি অ্যামব্রোস, শেন ওয়ার্ন, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, মাইকেল ভন, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা, অ্যান্ড্রু সাইমন্ডস, জন্টি রোডস, সাকলাইন মোস্তাক, ওয়াসিম আকরাম, ড্যানিয়েল ভেট্টরি, কোর্টনি ওয়ালস, অ্যালান ডোনাল্ড ও অজিত আগারকার।

সংবাদ সম্মেলনের ভিডিও:


বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ০৮ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।