ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চালকের আসনে অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
চালকের আসনে অজিরা ছবি: সংগৃহীত

ঢাকা: বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্টের চতুর্থ দিন শেষে বেশ চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া। কারণ তাদের দেওয়া ৫০৩ রানের বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে ধুঁকছে নিউজিল্যান্ড।

দিন শেষে সফরকারী দলটির সংগ্রহ তিন উইকেট হারিয়ে ১৪২ রান। জয়ের জন্য এখন প্রয়োজন ৩৬২ রান। হাতে সাত উইকেট থাকলেও জয় পেতে কিউইদের গড়তে হবে রেকর্ড।

অস্ট্রেলিয়া-৫৫৬/৪ডিক্লে. ও ২৬৪/৪ডিক্লে.
নিউজিল্যান্ড-৩১৭ ও ১৪২/৩ (৫৩.০ ওভার)

তৃতীয় দিনেই হয়ত জয় তুলে নিতে পারত অস্ট্রেলিয়া। তবে দু’বার বৃষ্টি হানা দেওয়ায় তা আর হয়নি। সারা দিনে খেলা হয়েছে মাত্র ৫৩ ওভার।

নিউজিল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে দেখেশুনে ব্যাট চালালেও নিয়মিত বিরতিতে উইকেট হারায়। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করে নাথান লিওনের বলে আউট হন প্রথম ইনিংসে সেঞ্চুরি হাকানো কেন উইলিয়ামসন। রস টেইলর ২০ ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম চার রানে অপরাজিত থেকে শেষ দিনে আবারো ব্যাটিংয়ে নামবেন।

এরআগে তৃতীয় দিনে ২৬৪ রানে চার উইকেট হারানো অজিরা এদিন আর ব্যাটিংয়ে নামেনি। ইনিংস ঘোষণা করা দলটির হয়ে আগের ইনিংসে ১৭৪ রান করা উসমান খাজা দ্বিতীয় ইনিংসে নয় রানে অপরাজিত ছিলেন। অন্যপ্রান্তে মিডলঅর্ডার ব্যাটসম্যান অ্যাডাম ভোজাসও এক রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।