ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব নেই তাই দর্শক নেই

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
সাকিব নেই তাই দর্শক নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা সাকিব আল হাসান মাঠে নেই, তাই দর্শক সমাগম প্রথম দিনের তুলনায় অনেক কম। বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ইতোমধ্যে শুরু হলেও প্রায় গ্যালারিশুণ্য মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম।

একমাত্র পূর্ব দিকের গ্যালারিতে কিছুসংখ্যক দর্শক দেখা গেলেও প্রায় ফাঁকাই পড়ে আছে শহীদ জুয়েল, শহীদ মুস্তাক স্ট্যান্ডসহ গ্র্যান্ড স্ট্যান্ড ও অন্যান্য গ্যালারি।

সোমবার (৯ নভেম্বর) মাঠে ঢুকতে কয়েকজন দর্শককে দেখা গেল টিকিট হাতে ১ নম্বর গেইটের বাইরে দাঁড়িয়ে। জিজ্ঞেস করা হল, মাঠে ঢুকবেন না? উত্তরে তারা বললেন, ‘না ভাই এখন না আরও পরে। আর আজকে খেলা দেখার তেমন ইচ্ছেও নেই। ’ কেন? জিজ্ঞেস করাতে একজন বললেন, ‘সাকিব নেই তাই। আগে জানলে খেলা দেখতে আসতাম না। আরেকজন বলেন, ‘আমার পছন্দের সৌম্যও নেই। ’ তাহলে কী এ কারণেই দর্শক কম? উত্তরে তারা প্রায় একসঙ্গেই বলে উঠলেন, ‘হ্যাঁ অবশ্যই তাই। ’ শুধু তাই নয়, সাকিব নেই তাই আজকের ম্যাচে টিকিটেরও দাম কম। ১০০টাকার টিকিট অনেকে ৫০ টাকা করেও কিনছেন বলে জানালেন তারা।

গেল শনিবার (৭ নভেম্বর) প্রথম ওয়ানডেতে ম্যাচের এমন সময় স্টেডিয়ামে ও স্টেডিয়ামের বাইরে অপেক্ষমান দর্শক সমাগমের তুলনায় আজকের ম্যাচে দর্শক উপস্থিতি অনেক কম। কারণ একটাই আর তা হল- টাইগার দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

উল্লেখ্য, সন্তানসম্ভবা  স্ত্রীর পাশে থাকতে রোববার (৮ নভেম্বর) রাত  সাড়ে আটটায় বোর্ডের অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাকিব। নিউইয়র্ক সময় ভোর চারটায় কন্যা সন্তানের জন্ম দেন সাকিবের স্ত্রী উম্মে আহম্মেদ শিশির।

বাংলাদেশ সময় ১৪৩৩ ঘন্টা, নভেম্বর ০৯, ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।