ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির নেতৃত্বে সাফল্য ৬৮ শতাংশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
মাশরাফির নেতৃত্বে সাফল্য ৬৮ শতাংশ ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাশরাফি বিন মর্তুজা, টাইগার ক্রিকেটে এক ‘সাফল্যের’ নাম। বল বা ব্যাট হাতে যখনই মাঠে নামেন ভক্তদের বাধভাঙা উচ্ছাসে বিষয়টি নিজেও টের পান।

তার নেতৃত্বের ফলে বিপক্ষ দলের অধিনায়কদের বহুবার মাথা ‘নুইয়ে’ মাঠ ছাড়তে হয়েছে। শুধু তাই নয়, দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কুড়িয়েছেন বিশ্বব্যাপী ক্রিকেটভক্তদের প্রশংসাও।

তবে ইনজুরির কবলে বেশ কয়েকবার মাঠের বাইরে থাকতে হয়েছে টাইগার অধিনায়ককে (ওডিআই-টিটোয়েন্টি)। একই কারণে বেশ কয়েকবার ক্যারিয়ার ধ্বংসের মুখেও পড়েছিল। অথচ এ অধিনায়কের নেতৃত্বেই টাইগারদের সাফল্যের হার ৬৮ শতাংশ।

মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ২৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে (ওডিআই) অংশ নেয় (৯ নভেম্বরের ম্যাচ বাদে)। এর মধ্যে জয় পেয়েছে ১৮টিতেই। মাশরাফির নেতৃত্বে হারতে হয়েছে কোহলির ভারতকে, হাশিম আমলার দক্ষিণ আফ্রিকা, আজহার আলীর পাকিস্তানকে।

২০১৫ সালে অস্ট্রেলিয়ায় ১১তম বিশ্বকাপে ইয়ান মরগানের ইংল্যান্ডকে বধ করে সুপার এইটে উঠতে সামনে থেকেই নেতৃত্ব দেন মাশরাফি। বিশ্বমঞ্চ তার নেতৃত্বে হার দেখেছে আফগানিস্তান, স্কটল্যান্ডের।

তবে সাফল্যের মুকুটে বেশিরভাগ পালকই যোগ হয়েছে চলতি বছর। টাইগার ক্রিকেটে মাশরাফির সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকুক, এমন প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।