ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে নাম লেখালেন মিসবাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
বিপিএলে নাম লেখালেন মিসবাহ ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে অংশ নেবেন মিসবাহ উল হক। আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে অবসরে থাকলেও মিসবাহকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল রংপুর রাইডার্স।

ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

আগামী ২০ নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপিএল’র তৃতীয় আসরের পর্দা উঠবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২ নভেম্বর থেকে খেলা শুরু।

সোমবার (০৯ নভেম্বর) ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে ‍মিসবাহ বলেন, ‘আমি বিপিএল’র রংপুর রাইডার্স টিমের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। ক্রিকেটে থেকে নিজেকে অনুপ্রাণিত রাখার পাশাপাশি ফিটনেস ধরে রাখতে চাই। তাই যে ধরনের ক্রিকেটই আসুক না কেন তাতে অংশ নিতে আমি প্রস্তুত। ’

এদিকে, সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পরই মিসবাহর টেস্ট ক্রিকেটকেও বিদায় জানানোর একটা সম্ভাবনা ছিল। কিন্তু, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধেই এমন চিন্তাভাবনা থেকে সরে আসেন ৪১ বছর বয়সী এ ব্যাটসম্যান। তাই ধরেই নেওয়া যায়, মিসবাহর পরবর্তী মিশন ২০১৬ সালের জুলাইয়ে ইংল্যান্ড সফর।

ইংলিশদের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতায় টেস্ট র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে ওঠে আসে পাকিস্তান। ওই সময় পাকিস্তানের টেস্ট অধিনায়ক উল্লেখ করেছিলেন, ‘আমি ক্রিকেটকে ভালোভাসি এবং সব সময়ই খেলতে চাই। ছয় থেকে আট মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকাটা খুবই কঠিন। তাই ক্রিকেটের মাঝে থেকেই নিজের ওপর আস্থা ধরে রাখতে চাই। ’

বিপিএল শেষে পাকিস্তানের প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে অংশ নেবেন মিসবাহ। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরোয়া আসর শেষে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে কাউন্টি ক্রিকেটেও তিনি নাম লেখাতে পারেন।

উল্লেখ্য, ২০১২ সালের ফেব্রুয়ারির পর আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি মিসবাহ। তবে ঘরোয়া ও বিদেশি টি-টোয়েন্টি লিগে ছিলেন বেশ ধারাবাহিক। পাকিস্তানের জার্সি গায়ে ৩৯টি টি-২০ ম্যাচে তিনটি ফিফটির সহায়তায় ৩৭.৫২ গড়ে করেছেন ৭৮৮ রান।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।