ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সবসময় উইকেট পাওয়া কঠিন:‍ মুস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
সবসময় উইকেট পাওয়া কঠিন:‍ মুস্তাফিজ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট, ভারতের সঙ্গে তিন ম্যাচের সেই সিরিজে তুলেছেন ১৩ উইকেট (৫+৬+২)। বাঁহাতি এ পেসারের কাছে উইকেট যেন মুড়ি-মুড়কি! সেই মুস্তাফিজই কি না উইকেটের দেখা পেলেন না জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে।

তবে এক ম্যাচ পরই আবার ফিরলেন পুরনো চেহারায়। কাটার আর নরমাল ডেলিভারীতে ফেরালেন জিম্বাবুয়ের তিন ব্যাটসম্যানকে।

সবসময় উইকেট ক্ষুধা থাকলেই উইকেট তোলা যায় এমন না। লাগে ভাগ্যের সহায়তা আর ব্যাটসম্যানের ভুল। এমনটাই বিশ্বাস করেন মুস্তাফিজ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে নামার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে উইকেট না পাওয়া প্রসঙ্গে এ বাঁহাতি পেসার বলেন, ‘সবসময় ইচ্ছা থাকে ভালো করার। একটা প্লেয়ার প্রতিটি ম্যাচে উইকেট পাবে না। সব সময় উইকেট পাওয়া কঠিন। ব্যাটসম্যানরা না দিলে তো কিছু করার নেই। ’

দেশের মাটিতে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ-যার তিনটিতে দলে ছিলেন মুস্তাফিজ। কাল তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে নিজের অনুভূতি জানাতে গিয়ে মুস্তাফিজ বলেন, ‘ভালো লাগারই কথা। তিনটা সিরিজে ছিলাম। আমিও হ্যাপি আমার টিমমেটরাও হ্যাপি। শেষটাও যেন ভালো হয় সে চেষ্টা করবো। আমরা সবসময় জিততে চাই। ’

গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই ‍আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মুস্তাফিজ। অভিষেক ম্যাচেই দারুণ বোলিংয়ে বিশ্ব ক্রিকেটের নজর কাড়েন ২০ বছর বয়সী এ পেসার। এখন পর্যন্ত দু’টি টেস্ট, আটটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচে মুস্তাফিজের উইকেট সংগ্রহ যথাক্রমে ৪, ২১, ৩।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।