ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নবম ম্যাচেই তৃতীয় পঞ্চম উইকেট মুস্তাফিজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
নবম ম্যাচেই তৃতীয় পঞ্চম উইকেট মুস্তাফিজের ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: ফের ৫টি উইকেট নিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিজের নবম ম্যাচে তৃতীয় পঞ্চম উইকেট তুলে নিলেন তিনি।

যেন প্রতি সিরিজেই ৫ উইকেটের ঝাঁপি খুলছেন এই তরুণ পেসার। বুধবারও (১১ নভেম্বর) তার ব্যতিক্রম হলো না।

এদিন রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিজের তৃতীয় ৫ উইকেট শিকার করেন মুস্তাফিজ। এ নিয়ে ওডিআই ৯ ম্যাচ খেলে এই বাঁহাতি বোলারের সংগ্রহ ২৬ উইকেট। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজে তার উইকেট সংগ্রহ ৮টি (০+৩+৫)।
 
এদিকে, তার সর্বোচ্চ শিকার চলতি বছরই ভারতের বিপক্ষে ৪৩ রানে ৬ উইকেট। এছাড়া ওডিআই ক্যারিয়ারের প্রথম ম্যাচেই মুস্তাফিজ তুলে নেন ৫টি উইকেট। এর পরের ম্যাচে আরও ভয়ানক হয়ে যান তিনি। এবার তুলে নেন পাক্কা ৬ উইকেট। যা তার ক্যারিয়ার সেরাও বটে। ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে তুলে নেন ২টি উইকেট।

মুস্তাফিজুর রহমানের বোলিং গড় ১২ দশমিক ৩৪ এবং ইকোনমি ৪ দশমিক ২৬।

ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়েন ২০ বছর বয়সী এ পেসার। তিনি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি যিনি অভিষেকের পর টানা দুই ম্যাচে ৫টি করে উইকেট শিকারের কৃতিত্ব দেখান।

ভারতের সঙ্গে তিন ম্যাচের সেই সিরিজে তুলেছেন ১৩ উইকেট (৫+৬+২)। বাঁহাতি এ পেসারের কাছে উইকেট যেন মুড়ি-মুড়কি! তবে তিনি নিজে এমনটি মনে করেন না। সব সময় উইকেট ক্ষুধা থাকলেই যে উইকেট তোলা যায়; এমনটি মনে করেন না মুস্তাফিজ। লাগে ভাগ্যের সহায়তা আর ব্যাটসম্যানের ভুলও। এ প্রসঙ্গে মঙ্গলবার (১০ নভেম্বর) মুস্তাফিজ সাংবাদিকদের বলেন, সব সময় ইচ্ছে থাকে ভালো করার। একটি প্লেয়ার প্রতিটি ম্যাচে উইকেট পাবে না। সব সময় উইকেট পাওয়া কঠিন। ব্যাটসম্যানরা না দিলে তো কিছু করার নেই।

গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই ‍আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন সাতক্ষীরার এই যুবক। অভিষেক ম্যাচেই দারুণ বোলিংয়ে বিশ্ব ক্রিকেটের নজর কাড়েন তিনি। এখন পর্যন্ত দু’টি টেস্ট, নয়টি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচে মুস্তাফিজের উইকেট সংগ্রহ যথাক্রমে ৪, ২৬ এবং ৩।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫, আপডেট ২০৫৬, ২১১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।