ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিস্ময় জাগিয়ে ৬৭ ধাপ এগিয়ে নাসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
বিস্ময় জাগিয়ে ৬৭ ধাপ এগিয়ে নাসির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সর্বশেষ প্রকাশিত তালিকায় ৪১৬ রেটিং নিয়ে শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এ তালিকায় ১৪ নম্বরে রয়েছেন টাইগারদের আরেক তারকা অলরাউন্ডার নাসির হোসেন।



বছরের শুরুতে নাসির অলরাউন্ডার র‌্যাংকিং তালিকায় ছিলেন ৮১ নম্বরে। এপরপর থেকে টাইগার তারকা খেলেছেন ১৫টি ম্যাচ। যেখানে অসাধারণ পারফর্ম করে তালিকায় চলে এসেছেন ১৪ নম্বরে। ১৫ ম্যাচ খেলেই এগিয়ে গিয়েছেন ৬৭ ধাপ। ক্যারিয়ারের সেরা সময়টাও পার করছেন সেরা রেটিং পয়েন্ট নিয়ে। সর্বোচ্চ ২৩৮ রেটিং পয়েন্ট অর্জন করেছেন ‘মিস্টার ফিনিশার’।

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের পরেই প্রকাশিত হয় ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিং। সেখানেই দৃশ্যমান হয় নাসিরের ক্যারিয়ার সেরা পারফর্ম।

এ বছরের ৫ মার্চ নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে শুরু করেন নাসির। বিশ্বকাপের সে ম্যাচে ব্যাট হাতে নামা হয়নি তার। ৬ উইকেটের জয় পাওয়া ম্যাচে এ টাইগার বল হাতে তুলে নিয়েছিলেন দুটি উইকেট। বিশ্বমঞ্চে একই মাসে ভারত আর নিউজিল্যান্ডের বিপক্ষে নেমেছিলেন তিনি। কিউইদের বিপক্ষে ১১ রান করার পাশাপাশি নিয়েছিলেন দুটি উইকেট। আর টিম ইন্ডিয়ার বিপক্ষে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে বল হাতে কোনো উইকেট নিতে না পারলেও ব্যাট হাতে করেছিলেন ৩৫ রান।

এরপর দেশের মাটিতে আর ফিরে তাকাতে হয়নি নাসিরকে। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ে প্রতিটি সিরিজেই ছিলেন দলের অপরিহার্য সদস্য হিসেবে। চারটি দলের বিপক্ষে মোট ১২টি ম্যাচের স্কোয়াডে ছিলেন তিনি।

অলরাউন্ডার র‌্যাংকিং তালিকায় বর্তমানে ১০ নম্বরে রয়েছেন আয়ারল্যান্ডের তারকা পল স্টারলিং। আইরিশ এ ক্রিকেটারের রেটিং পয়েন্ট ২৫০। আর মাত্র কয়েকটি রেটিং পেলেই বিশ্বসেরা অলরাউন্ডারদের শীর্ষ দশের তালিকায় সাকিবের সঙ্গে ঠাঁই হতে পারে নাসিরের। আর এমনটি ঘটলে বাংলাদেশের ক্রিকেটার হিসেবে প্রথমবার দুই টাইগারকে একই সঙ্গে শীর্ষ দশে দেখা যেতে পারে।

চলতি বছরে দারুণ খেলা নাসির ওয়ানডের ব্যাটিং তালিকায় রয়েছেন ৪১ নম্বরে। সাদা পোশাকের ব্যাটিং তালিকায় ৪২১ রেটিং নিয়ে অবস্থান করছেন ৬০ নম্বরে। ৯৮ নম্বরে রয়েছেন টেস্ট বোলারদের তালিকায়। ওয়ানডে বোলিং তালিকায় ক্যারিয়ার সেরা ৭৯ নম্বরে রয়েছেন নাসির।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।