ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্যারিস হামলায় ক্রিকেটারদের শোক বার্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
প্যারিস হামলায় ক্রিকেটারদের শোক বার্তা ছবি : সংগৃহীত

ঢাকা: প্যারিস হামলার ভয়াবহতা দেখল পুরো বিশ্ব। সন্ত্রাসীদের আত্মঘাতি হামলায় চলে গেছে অন্তত ১৫৩ জনের তাজা প্রান।

আহত হয়েছে আরো ২০০ জন। আর এমন ভয়াবহ ঘটনার পর শোক ও নিন্দা জানিয়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটাররা।

এরআগে ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশেপাশের ছয়টি স্থানে পৃথক আত্মঘাতী হামলা ও বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৫৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) দিনগত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাতাক্লঁ থিয়েটার হলে ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। এছাড়া সেন্ট ডেনিসেও হামলা চালায় বন্দুকধারীরা।

ফ্রান্সের সঙ্গে জার্মান ফুটবল টিমের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কিছু পর স্তেদে দ্যা ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আত্মঘাতী বোমা হামলায় চালায় সন্ত্রাসীরা। এ সময় আতঙ্কিত হয়ে দর্শকরা ছুটোছুটি করতে থাকেন। দর্শক সারিতে ছিলেন ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও।

এমন নিন্দনীয় হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শোক ও ক্ষোভ জানিয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। নিচে ক্রিকেটারদের মতাতম তুলে ধরা হলো।

কেভিন পিটারসেন: কি হচ্ছে প্যারিসে? এটা জঘন্ন ঘটনা। সবাই দোয়া করুন।

শেন ওয়ার্ন: প্যারিসের ঘটনায় শোক প্রকাশ করছি।

ফাফ ডু প্লেসিস: এটি একটি ভয়ানক খবর। যারা ক্ষতিগ্রস্থ হয়েছে সবার জন্য দোয় করুন।

ডেভিড ওয়ার্নার: প্যারিসের ঘটনায় আমি শোকাহত। ফ্রেঞ্চ জনগনের প্রতি আমার সমবেদনা রইল।

মাহেলা জয়াবর্ধনে: প্যারিসে যা হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করছি। মানুষকে হত্যা করা জঘন্নতম কাজ। হতাহতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই।

ম্যাথিউ হগার্ড: কিভাবে মানুষ নিরীহদের ওপর হামলা করতে পারে? এটা মানুষের মধ্যে একটি খারাপ প্রতিযোগিতা।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।