ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাদেজা-অশ্বিন ঘূর্ণিতে ভারতের দাপট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
জাদেজা-অশ্বিন ঘূর্ণিতে ভারতের দাপট

ঢাকা: ব্যাঙ্গালুরু টেস্টে ব্যাটে-বলে দাপট দেখিয়ে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ভারত। রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের অসাধারণ ঘূর্ণিতে ২১৪ রানেই শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

জবাবে দিন শেষে কোন উইকেট না হারিয়ে ৮০ তুলেছে স্বাগতিকরা। ভারত এখনও ১৩৪ রানে পিছিয়ে রয়েছে।

সিরিজের দ্বিতীয় টেস্টে টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। সফরকারী ব্যাটসম্যানদের স্পিন ফাঁদে ফেলে ২২ গজের ক্রিজে দাপট দেখান জাদেজা ও অশ্বিন। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করতে থাকা এবি ডি ভিলিয়ার্স দ.আফ্রিকা শিবিরে কিছুটা স্বস্তি ফেরান। কিন্তু ব্যক্তিগত ৮৫ রানে তিনিও জাদেজার শিকার হলে স্বল্প স্কোরে শেষ হয় হাশিম আমলাদের প্রথম ইনিংস।

ভারতীয় বোলারদের মধ্যে ১৬ ওভার বোলিং করে দুই মেডেন সহ ৫০ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেন। অন্যদিকে ১৮ ওভারে দুই মেডেন সহ ৭০ রানের বিনিময়ে সমান চারটি উইকেট পান অশ্বিন।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার মুরালি বিজয় ও শেখর ধাওয়ানের ব্যাটিং দৃড়তায় দারুণ একটি দিন শেষে করল ভারত। বিজয় ২৮ ও ধাওয়ান ৪৫ রানে অপরাজিত রয়েছেন।

চার ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।