ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জমে উঠেছে পার্থের বিগ স্কোরিং ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
জমে উঠেছে পার্থের বিগ স্কোরিং ম্যাচ অ্যাডাম ভোজেস ও স্টিভেন স্মিথ / ছবি: সংগৃহীত

ঢাকা: পার্থ টেস্টে রানের ফোয়ারা ছুটছেই। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশাল সংগ্রহ তারই প্রমাণ।

দ্বিতীয় ইনিংসেও অজিদের ব্যাটিং নৈপুণ্য অব্যাহত। স্টিভেন স্মিথ ও অ্যাডাম ভোজেসের শতকে দুই উইকেটে ২৫৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। লিড ১৯৩।

স্কোর: অস্ট্রেলিয়া – ৫৫৯/৯ ডিক্লে. ও ২৫৮/২
নিউজিল্যান্ড – ৬২৪

দ্বিতীয় ইনিংসে ৬৫ রানে পিছিয়ে থাকা অজিরা দলীয় ৪৬ রানের মধ্যেই ওপেনিং জুটি হারায়। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার (২৪) ট্রেন্ট বোল্টের বলে টম লাথামের তালুবন্দি হন। তবে অবিচ্ছিন্ন ২১২ রানের তৃতীয় উইকেট জুটিতে দিনের খেলা শেষ করেন অধিনায়ক স্টিভেন স্মিথ (১৩১ অপরাজিত) ও অ্যাডাম ভোজেস (১০১ অ.)। কিউইদের হয়ে জো বার্নসের (০) উইকেট লাভ করেন টিম সাউদি।

এর আগে তৃতীয় দিনের করা ছয় উইকেটে ৫১০ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ব্ল্যাক ক্যাপসরা। এদিন রেকর্ডময় ইনিংস উপহার দিয়েও ১০ রানের আক্ষেপে পুড়েন রস টেইলর। ব্যক্তিগত ২৯০ রানের মাথায় তিনি লিওনের বলে সাজঘরে ফেরেন। তবে এতেই ১১২ বছরের রেকর্ড ভাঙেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো সফরকারী ক্রিকেটারদের মধ্যে এটিই সর্বোচ্চ রানের ইনিংস। সিডনিতে ১৯০৩ সালে সাবেক ইংলিশ ব্যাটসম্যান টিম ফস্টার ২৮৭ রানের অসাধারণ ইনিংস উপহার দিয়েছিলেন।

টেইলরের বিদায়ে ৬২৪ রানে কিউইদের প্রথম ইনিংসের ইতি ঘটে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৬৬ রান আসে কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। আগের দিন তৃতীয় উইকেট জুটিতে টেইলর-উইলিয়ামসন ২৬৫ রান যোগ করেন। যা ‍অজিদের বিপক্ষে কিউইদের সর্বোচ্চ রানের পার্টনারশিপ।

মিচেল স্টার্ক সর্বোচ্চ চারটি উইকেট দখল করেন। তিনটি উইকেট লাভ করেন অফস্পিনার নাথান লিওন। একটি করে উইকেট নেন জস হ্যাজেলউড, মিচেল জনসন ও মিচেল মার্শ।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।